কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ। ওই সময় দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছেন হামলাকারীরা। আহত মোহাম্মদ উল্লাহ মানবজমিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে চকরিয়া থানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ উল্লাহ জানান, জাফর আলমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক তাকে দেখেই হঠাৎ হামলা করেন। কী কারণে হামলা করেছেন, বোঝা যাচ্ছে না। তবে সম্প্রতি কিছু সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হতে পারে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী হামলার ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনা শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে ভিকটিম লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জাফর আলম চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য। তিনি গতবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের কাছে পরাজিত হন তিনি। এরপর দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইতিমধ্যে মনোনয়নপত্র বৈধও ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
হামলার ব্যাপারে জাফর আলমের ব্যক্তিগত ফোনে কল করা হলে ফোন রিসিভ করে ভিন্ন একজন। তিনি বলেন, ‘জাফর স্যার বিশ্রামে, এখন কথা বলতে পারবেন না।’
বাংলাদেশ সময়: ১০:৫৫:২১ ১০২ বার পঠিত