বাজেটসহ কর্মক্ষেত্র ও সমাজের অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর দেয়া শ্রম ও তাদের অংশগ্রহণের প্রকৃত প্রাপ্য বুঝিয়ে দেয়ার ব্যাপারে পুরুষদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।
সোমবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৪-২৫: নারী সমাজের প্রত্যাশা’ শীর্ষক নারীর ক্ষমতায়নে বরাদ্দকৃত জেন্ডার বাজেটের কার্যকর বণ্টন, বাস্তবায়ন ও মূল্যায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
রোকেয়া কবীর বলেন, কর্মক্ষেত্রে নারীদের সুযোগ সুবিধা ও তাদের প্রাপ্য আর্থিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে পুরুষদের ভূমিকা রয়েছে। এক্ষেত্রে সবার আগে পুরুষদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, জাতীয় বাজেটে নারীদের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি করতে হবে, পাশাপাশি তাদের জন্য রাখা বরাদ্দ যেন সুষমভাবে তৃণমূল পর্যায়ে বণ্টন হয় সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। পাশাপাশি গৃহকর্ম সহ অন্যান্য ক্ষেত্রে নারীদের করা পরিশ্রমের স্বীকৃতি সহ তাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়া গৃহকর্মে নারীদের কাজকে আরও সহজ করতে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স সহ অন্যান্য যন্ত্রের অংশগ্রহণ বাড়াতে হবে।
কর্মজীবী নারীদের ঘরের বাইরে যেমন কাজ করতে হয়, তেমনি ঘরের ভেতরেও প্রায় সব কাজই করতে হয় উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে পুরুষরা তেমন একটা অংশগ্রহণ করেন না। তিনি বলেন, এই প্রবণতা শহর থেকে শুরু করে গ্রাম, এমনকি পাহাড়ি অঞ্চল সবখানেই বিদ্যমান।
নারী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর জন্য বিএনপিএস এর পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া ও সুপারিশ তুলে ধরা হয়েছে উল্লেখ করে রোকেয়া কবীর বলেন, বাজারগুলোতে নারী উদ্যোক্তাদের দোকান করার স্থান দেয়ার জন্য বিএনপিএস এর পক্ষ থেকে অনেক আগে থেকেই দাবি করা হয়েছে। এর ফলশ্রুতিতে আজ অনেক স্থানেই দেখা যাচ্ছে নারী উদ্যোক্তারা বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য করছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:২৮:১৯ ১১২ বার পঠিত