যমুনা সার কারখানার সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনা সার কারখানার সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত
শুক্রবার, ১৭ মে ২০২৪



যমুনা সার কারখানার সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ যমুনা সরকার খানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের (সিবিএ) নির্বাচন সম্পুর্ণ হয়েছে। নির্বাচনে রবিউল -শাহজাহান সমর্থিত প্যানেলের ২৩ টি পদেই নিরঙ্কুশভাবে সবাই বিজয় হয়েছেন।

জানা গেছে, নানা জল্পনা-কল্পনা শেষে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্য়ন্ত অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে জেএফসিএল এমপ্লয়ীজ ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে রবিউল -শাহজাহান পরিষদ (ছাতা) প্রতীক ও মোয়াজ্জেম - নাজমুল পরিষদ (খেজুর গাছ) প্রতীকে দুটি প্যানেল প্রতিদ্বন্দিতা করে। এতে সভাপতি পদে রবিউল ইসলাম ৪২১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন পান ৬০ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হক পান ৪৪ ভোট।

নির্বাচনের পরিচালনা সাব-কমিটির চেয়ারম্যান মোঃ কোহিনূর রহমান শুক্রবার(১৭ মে) সকালে কালবেলা কে জানান, গত ২৭ মার্চ অনাড়ম্বর পরিবেশে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৪৭ জন মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে ৩৭ জন মনোনয়নপত্র জমা দেয়। গত ১৬ এপ্রিল নির্বাচন হবার কথা থাকলেও স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনের জন্য যমুনার সিবিএ নির্বাচন স্থগিত করে জেলা প্রশাসক।

তিনি আরো বলেন, ২৩ পদের মধ্যে ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হয়েছেন। বাকি ৯টি পদের মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৫৪৩ জন শ্রমিকের মধ্যে ৫০৮ জন শ্রমিক কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রবিউল -শাহজাহান পরিষদের সকল প্রার্থীই বিপুল ভোটে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০:১৬:২১   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ