সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও সমন্বিত প্রচেষ্টায় এসডিজি অর্জন সম্ভব : অর্থ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও সমন্বিত প্রচেষ্টায় এসডিজি অর্জন সম্ভব : অর্থ প্রতিমন্ত্রী
রবিবার, ২ জুন ২০২৪



সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও সমন্বিত প্রচেষ্টায় এসডিজি অর্জন সম্ভব : অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ।রোববার রাজধানীর শেরেবাংলানগর এনইসি-২ সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন’ প্রকল্প আয়োজিত ‘এলডিসি উত্তোরণের প্রেক্ষিতে এসডিজি অর্জনে অংশীদারিত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বের লক্ষ্য ছিল বৈশ্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা। শেখ হাসিনার রুপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং এসডিজি অর্জনে সরকার সঠিক পথে রয়েছে। এসডিজি অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের বড় ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, আমাদের প্রত্যক্ষ করের পরিমাণ বাড়াতে হবে। কর অব্যহতির হার কমাতে হবে। কর আয় ও কর অব্যহতির পরিমান প্রায় সমান, যা বিশ্বের কোন দেশে নেই। কর আদায়ে অেেটামেশনের বিকল্প নেই। যারা ডিজিটালাইজেশনে বাধা দিচ্ছেন, প্রয়োজনে তাদের শাস্তির আওতায় আনা হবে।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর সহায়তা দিয়ে বিশ্ব বাজারে টিকে থাকা যাবে না। রপ্তানি বহুমূখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে হবে। এলডিসি উত্তোরণের পর শুল্ক রাজস্ব আয় কমে যাবে ।
ইআরডি সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন অতিরিক্ত সচিব (এসডিজি এ্যাফেয়ার্স, প্রধানমন্ত্রীর কার্যালয়) মোহাম্মদ মনিরুল ইসলাম। এলডিসি গ্রাজুয়েশন ও এসডিজি অর্জন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ড. রিয়াজুল বাশার সিদ্দিক। কর্মশালার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৪   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
চুরির আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে, পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই : গভর্নর
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ