নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক হাইজিন কিট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক হাইজিন কিট বিতরণ
শনিবার, ৮ জুন ২০২৪



নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক হাইজিন কিট বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন (সিসিএ) প্রজেক্ট এর সহযোগিতায় সুমিলপাড়াস্থ বিহারী ক্যাম্পের ২২৮০ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কিটগুলো বিতরণ করা হয়।

হাইজিন কিট এর মধ্যে আছে গোসল এর সাবান, কাপড় কাচা সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, নেইলকাটার, চিরুনী, নারিকেল তৈল, শ্যাম্পু, টয়লেটে ব্যবহারের সান্ডেল, গামছা, টয়লেট ক্লিনার, ব্রাশ, পেট্রোলিয়াম জেলি, স্যানিটারি প্যাডসহ ১৫ ধরণের সামগ্রী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সি কামরুজ্জামান কাজন এবং এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদস্য, ব্যবস্থাপনা পর্ষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কাজী শফিকুল আযম, মহাসচিব, ইমাম জাফর সিকদার, পরিচালক, ডিসিআরএম, মোঃ শাহজাহান সাজু, এডি এন্ড পিএম, ডিসিআরএম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম।

সভাপত্বিত করেন জেলা পরিষদের চেয়ারম্যা ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি চন্দনশীল।

সভা পরিচালনা করেন মোঃ হাসান ফেরদৌস জুয়েল, সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট। এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক বিন ইউসুফ পাপ্পু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট, কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার সাইফুল ইসলাম, দিলীপ কুমার মন্ডল, মোঃ আবু নাইম ইকবাল, মোস্তফা কামাল, আবু মোঃ শরীফুল হক, সাথী রানী সাহা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন রবিন, সহ—সভাপতি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের আজীবন সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্রিটিশ রেড ক্রস এর প্রতিনিধি, ইউএলও, সিসিএ প্রকল্পের কর্মকর্তাগণ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ এবং প্রকল্প এলাকার উপকারভোগী প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের আওতায় ব্রিটিশ রেড ক্রস এর আর্থিক সহযোগিতায় ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়াস্থ বিহারী ক্যাম্প এবং ১৬নং ওয়ার্ডের বাবুরাইলস্থ ঋষিপাড়া এলাকায় ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রকল্পের মাধ্যমে উক্ত এলাকার মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৩১   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলনের সাথে এসপির মতবিনিময়
টিপুকে দেখতে হাসপাতালে গিয়াসউদ্দিন, জড়িতদের আইনের আওতায় আনার দাবি
৩১ কেজি গাঁজাসহ আটক ৩, পিকআপ ভ্যান জব্দ
‘কেমন না.গঞ্জ চাই’ জানালো শিক্ষার্থীরা, বিএনপির বিরুদ্ধে আনলো নানা অভিযোগ
প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স উত্তোলন করা যাবে
আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি: আমীর খসরু
৬ জুলাই ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত
বিশ্বকাপ বাছাই: রড্রিগোর একমাত্র গোলে জয়ে ফিরলো ব্রাজিল
নেশন্স লিগ: ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে ইতালি, ডি ব্রুইনার দুই গোলে বেলজিয়ামের জয়
ইংলিশের রেকর্ড সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ