লোকসভার ফল মোদির রাজনৈতিক-নৈতিক পরাজয়: সোনিয়া গান্ধী

প্রথম পাতা » আন্তর্জাতিক » লোকসভার ফল মোদির রাজনৈতিক-নৈতিক পরাজয়: সোনিয়া গান্ধী
রবিবার, ৯ জুন ২০২৪



লোকসভার ফল মোদির রাজনৈতিক-নৈতিক পরাজয়: সোনিয়া গান্ধী

লোকসভা নির্বাচনের ফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক এবং নৈতিক পরাজয় হিসাবে বর্ণনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, মোদি নেতৃত্বের নৈতিক অধিকার হারিয়েছেন।

শনিবার সোনিয়া গান্ধী কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের সেন্ট্রাল হলে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশেসোনিয়া গান্ধী বলেন, নরেন্দ্র মোদি তার ব্যর্থতার দায় নেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবার রোববার শপথ নিতে চান।

তিনি বলেন, মোদি চেয়েছিলেন তার বিজেপি একাই ৪০০ আসন লাভ করবে এবং তিনি তার জোটের মিত্রদের ছেঁটে ফেলবেন। আর এ কারণেই তিনি রাজনৈতিক ও নৈতিক পরাজয়ের সম্মুখীন হয়েছেন।

‘বাস্তবে, তিনি যে ম্যান্ডেট চেয়েছিলেন তা হারিয়েছেন এবং এর ফলে নেতৃত্বের অধিকারও হারিয়েছেন। তবু ব্যর্থতার দায়ভার গ্রহণ না করে তিনি আবার শপথ নিতে চান। তবে আমরা তার কাছে আশা করি না যে, তিনি তার শাসননীতির পরিবর্তন করবেন বা জনগণের ইচ্ছার কথা বিবেচনা করবেন, বলেন সোনিয়া। ’

এর আগে সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। পরে লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে মনোনীত করে একটি প্রস্তাব পাশ করা হয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। মোদির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে রাহুলকেই যোগ্য মনে করছেন পার্টির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪৫   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি
পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২
ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ