ফরিদপুরে ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে শহরতলীর কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটক চালকের নাম শেখ জাফর। তিনি জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। এছাড়া আটক হেলপার সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম হতে ট্রাকযোগে সরকারি চাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। এসময় একটি ট্রাকসহ ২০ টন চাল জব্দ করা হয়। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চালসহ আটক হওয়া দুজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। তারা হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তীতে জানানো যাবে।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৮ ৮৬ বার পঠিত