বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি’র নবনিযুক্ত সদস্যের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি’র নবনিযুক্ত সদস্যের শ্রদ্ধা নিবেদন
শনিবার, ২২ জুন ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি’র নবনিযুক্ত সদস্যের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন । আজ শনিবার (২২ জুন) সকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউজিসি’র নবনিযুক্ত সদস্য ড. মো. জাকির হোসেন বঙ্গবন্ধু’র সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক মো. শাহিন সিরাজ, উপপরিচালক ও ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিব্বুল আহসান, উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, উপপরিচালক মো. গোলাম দস্তগীর, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেনসহ ইউজিসি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন গত ১৯ জুন কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন। এর আগে গত ১৩ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ড. মো. জাকির হোসেন-কে কমিশনের সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪৪   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
গোপালগঞ্জে আহত সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচ এ সেনাবাহিনী প্রধান
শোকাবহ আগস্টের প্রথম দিন: টুঙ্গিপাড়ায় শোকার্ত মানুষের ঢল
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত
জাতির পিতার সমাধিতে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
গোপালগঞ্জে ২৩ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ১০০ বৃক্ষের চারা বৃক্ষরোপণ
গোপালগঞ্জে ৩৮০ কোটি টাকার পাট উৎপাদনের আশা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ