রোনালদোর রেকর্ডের দিনে শেষ ষোলোয় পর্তুগাল

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদোর রেকর্ডের দিনে শেষ ষোলোয় পর্তুগাল
রবিবার, ২৩ জুন ২০২৪



রোনালদোর রেকর্ডের দিনে শেষ ষোলোয় পর্তুগাল

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগাল। তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে তারা।
যার ফলে শেষ ষোলোয় উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে একবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে দুই দলই লড়াই করে সমান তালে। প্রথম দিকে পর্তুগাল তুরস্কের রক্ষণে চাপ ধরে রেখে খেলতে থাকলেও গোলমুখ খুলতে পারছিল না। রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল তুরস্কও। তবে ম্যাচের প্রথম বিশ মিনিটে পরিস্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। ২১ মিনিটে ডেডলক ভাঙেন বের্নার্দো সিলভা। নুনো মেন্দেসের পাস ডিফ্লেকট করে সিলভার কাছে পৌঁছায়। বক্সের মাঝ থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

২৯ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় পর্তুগালের।

বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। আক্রমণের ধার বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে শুরুতেই স্কোর লাইন ৩-০ করে পর্তুগাল। ৫৫ মিনিটে সতীর্থের বাড়ানো লং পাস ধরে বক্সে ঢুকে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলরক্ষককে একা পেয়েও নিজে শট নেননি তিনি। ফাঁকায় থাকা ব্রুনো ফার্নান্দেসের দিকে বল বাড়িয়ে দেন দলনেতা। ঠান্ডা মাথায় প্লেসিং শটে গোল কেরে ব্যবধান বাড়ান ফার্নান্দেস।

এই অ্যাসিস্টের সঙ্গে নতুন রেকর্ড গড়েন রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোর এটি অষ্টম অ্যাসিস্ট। ইউরোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে । ৬৬ মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। বেনার্দো সিলভার উঁচু করে বাড়ানো বলে ফাঁকায় থাকা রোনালদো হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি।

ম্যাচের শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে পর্তুগালের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

বাংলাদেশ সময়: ১৩:১২:০১   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ