বারবার আঘাত এসেছে, আ.লীগ ফিনিক্স পাখির মতো জেগেছে: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বারবার আঘাত এসেছে, আ.লীগ ফিনিক্স পাখির মতো জেগেছে: প্রধানমন্ত্রী
রবিবার, ২৩ জুন ২০২৪



বারবার আঘাত এসেছে, আ.লীগ ফিনিক্স পাখির মতো জেগেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস কর‌তে বারবার আঘাত এসেছে, কিন্তু দলটি প্রতিবারই ফিনিক্স পা‌খির ম‌তো জে‌গে‌ উঠেছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী ও আ.লীগ সভা‌পতি শেখ হা‌সিনা।

রোববার (২৩ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

দলের ৭৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের দীর্ঘ পথ পরিক্রমায় যারা নেতৃত্ব দি‌য়ে‌ছেন তা‌দের‌ স্মরণ ক‌রেন তিনি।

আওয়ামী লীগই সংগ্রাম আর ত‌্যা‌গের মধ‌্য দি‌য়ে জা‌তির সব অর্জন এনে‌ছে উল্লেখ ক‌রে শেখ হা‌সিনা বলেন, বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন তা আওয়ামী লীগের দ্বারা-ই হ‌য়ে‌ছে।

‘বারবার এই দলের প্রতি আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা হয়েছে; বারবার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, আইয়ুব খান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, বারবার এইভাবে আঘাত এসেছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। তাই বারবার আঘাত এসেও আওয়ামী লীগের ক্ষতি করতে পারে‌নি। ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ জেগে উঠেছে।’

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে এ দেশের তৃণমূলের জনগণ ও দলের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ থেকে যেসব নেতা বিভিন্ন সময় দল ছেড়ে গেছেন, তারা হারিয়ে গেছেন উল্লেখ করে বঙ্গবন্ধুকন‌্যা শেখ হাসিনা বলেন, অনেকে দলের থেকে নিজেকে বড় মনে করে দল ছেড়ে গিয়েছেন। তারা ভুল করেছেন।

‘যেসব নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন যে তারা আলোকিত হয়েছি‌লেন আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই। এখান থেকে চলে যাওয়ার পর তারা আর জ্বলেননি। নিভে গেছেন।’

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪১   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে হবে - শিল্পমন্ত্রী
“নয়টি প্রকল্পে জাইকা’র সহায়তা ১১ হাজার ৩৪৪ কোটি টাকা, শুরু হচ্ছে আরও ৪ প্রকল্প” - স্থানীয় সরকার মন্ত্রী
ওষুধের গুণগতমান নিশ্চিত করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
দ্রুত সিদ্ধান্ত নিয়ে দক্ষতার সাথে কাজ নিষ্পন্ন করতে হবে - বিমান ও পর্যটন মন্ত্রী
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে : প্রতিমন্ত্রী
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধিতে অপার সম্ভাবনার ক্ষেত্র উন্মোচন করেছে - স্পীকার
দেশে প্রথম চালু হলো প্লাস্টিনেশন ল্যাব- এনাটমি মিউজিয়াম
পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট : নানক
সচিবালয়ে বিএসআরএফের ফল উৎসব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ