বিগ ম্যাচে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম

প্রথম পাতা » খেলাধুলা » বিগ ম্যাচে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম
সোমবার, ১ জুলাই ২০২৪



বিগ ম্যাচে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম

ইউরোর সুপার সিক্সিনের বিগ ম্যাচে সোমবার (১ জুলাই) মুখোমুখি হচ্ছে ইউরোপ সেরা দুই দল ফ্রান্স আর বেলজিয়াম। হারলেই বিদায় এমন সমীকরণে দু’দলেরই লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল। তবে ফরাসিদের জন্য দুশ্চিন্তা, ফরোয়ার্ডদের অফফর্ম। অন্যদিকে ২০১৫ সালের পর ফ্রান্সকে হারাতে পারেনি রেড-ডেভিলস।

ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই আর তিনের লড়াই। লড়াইটা মর্যাদার, ইউরোতে টিকে থাকার। ফুটবলে ফ্রান্স বেলজিয়াম ম্যাচ মানেই ভিন্ন আবহ। নক আউট হওয়ায় সেখানে ছড়াচ্ছে তাজা বারুদের গন্ধ।

পরিসংখ্যানে এগিয়ে বেলজিয়াম। সাম্প্রতিক পারফম্যান্সে ফ্রান্স। তবে দু’দলই দুদলের চেনা প্রতিপক্ষ। ফুটবলীয় দ্বৈরথ, যাদের ১২০ বছরের পুরানো। ভাবা যায়! সেখানে অবশ্য দেশমের দুশ্চিন্তা চলতি ইউরোতে ফরাসি ফরোয়ার্ডদের অফফর্ম। অন্যদিকে ১৯৮৩ সালের পর ১৩ সাক্ষাতে মোটে ২ বার শেষ হাসি হেসেছে রেড ডেভিলস।

ফরাসি স্কোয়োডে নেই কোন সাসপেনশনস কিংবা ইনজুরির থাবা। তবে অফফর্মে শুরুর একাদশ থেকে বাদ পড়ছেন ব্রাডলি বারকোলা। ফিরতে পানেন গ্রিজম্যান, মার্কাস থুরাম। দিদিয়ের দেশমের সম্ভাব্য ফর্মেশন ৪-৩-৩।

ফ্রান্সের ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা বলেন, ‘আমারা এখানে ইউরো জিততেই এসেছি। জানি কোনো প্রতিপক্ষই সহজ নয়। তাই প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছি না। ফরোয়ার্ড লাইনে সমস্যা নিয়েও দল চিন্তিত নই। আমরা জানি কখন জ্বলে উঠতে হবে। এর আগেও তা করে দেখিয়েছি।’

অন্যদিকে সোনারী প্রজন্ম পেছনে ফেললেও বেলজিয়াম দলটা বরাবরই যে কারো জন্যই ভয়ংকর। তবে চলতি ইউরোতে নিজেদের হারিয়ে খুঁজছে ডি ব্রুইনা, মিস মাস্টার রোমেলো লুকাকু। আস্থার প্রতিদান দিতে না পারলে জেরেমি ডকু থাকছেন শুরু একাদশেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লুকেবাকিও। বিগ ম্যাচে ডোমেনিকো টেডেসকোর সম্ভাব্য ফর্মেশন ৪-২-৩-১।

নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে মোটে এক গোল হজম করেছে ফ্রান্স। অন্যদিকে ৮ ম্যাচে বেলজিয়াম প্রতিপক্ষের জালে দিয়েছে ১৪ গোল। যদিও টুর্নামেন্টে রোমানিয়া ম্যাচ ছাড়া গোলমুখ খুলতে পারেনি রেড ডেভিলভস। তাইতো দু’দলের সামনেই নতুন করে সমীকরণ লেখার অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৬   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ