জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই কক্ষ পরিদর্শক শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকালে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব মাজনুনুল হক কালবেলা কে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বহিষ্কারকৃত শিক্ষার্থী ও শোকজ প্রাপ্ত শিক্ষকরা হলেন- চর বাঙ্গালী বিএম কলেজের শিক্ষক রুবেল মিয়া ও সরবান হাসান বিএম কলেজের শিক্ষক মহসিন মিয়া। আর বহিষ্কারকৃত শিক্ষার্থী হলেন - এসএম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান হাবীব।
জানা গেছে, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থী আহসান হাবীব। এ সময় স্মার্টফোন ব্যবহার ও নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
এরপর পরীক্ষা কক্ষে দায়িত্বরত দুই শিক্ষক রুবেল মিয়া ও মহসিন মিয়াকে দায়িত্ব অবহেলার দায়ে শোকজ করা হয় এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিসের জবাব দিতে বলা হয়।
এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার পাট অধিদপ্তরের পরিদর্শক আওরং গযেব আতা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার হল পরিদর্শনে গেলে মোবাইল ফোনটি তার নজরে আসে। পরে ওই শিক্ষার্থীকে বহিস্কার এবং পরীক্ষার কক্ষে থাকা দায়িত্বরত দুই শিক্ষকের বিরুদ্ধে তিনি এ ব্যবস্থা নেন।
বাংলাদেশ সময়: ২২:৫০:৪১ ৯৮ বার পঠিত