ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য নতুন শর্ত দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (২ জুলাই) বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এই শর্ত দেন গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা শেখ নাইম কাসেম।
নাইম কাসেম বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হলেই ইসরাইলে হামলা বন্ধ করবে হিজবুল্লাহ।
তিনি বলেন,
ইসরাইল যদি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই সামরিক অভিযান বন্ধ করে এবং গাজা থেকে সম্পূর্ণভাবে সরে আসে, তাহলে লেবানন-ইসরাইল সীমান্ত সংঘর্ষ তুলনামূলক কম হবে।
হিজবুল্লাহ’র শীর্ষ এই নেতা জানান, তিনি বিশ্বাস করেন না যে ইসরাইলের এখন লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার সক্ষমতা আছে বা তারা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন,
ইসরাইল যদি লেবাননে সীমিত সংঘাতও শুরু করতে চায়, যুদ্ধ সীমিত থাকবে সেই আশা তেল আবিবের করা উচিত নয়।
নাইম বলেন, ‘ইসরাইল সীমিত, পূর্ণাঙ্গ বা আংশিক যুদ্ধ যা খুশি বেছে নিতে পারে। কিন্তু দেশটির এটি আশা করা উচিত নয় যে, আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরাইলের নির্ধারিত সীমা এবং নিয়মের মধ্যে আটকে থাকবে।’
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পরই ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে লেবানন-ইসরাইল সীমান্তে যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির আধুনিক অস্ত্র, অ্যান্টি আর্মার, নির্ভুল ক্ষেপণাস্ত্র বা রকেটের সাহায্যে হামলা চালানোর ফলে এরই মধ্যে বেশ চাপের মুখে পড়েছে ইসরাইল।
সূত্র: টাইমস অব ইসরাইল
বাংলাদেশ সময়: ১৬:১০:১৯ ৬০ বার পঠিত