ইসরাইলি ইতিবাচক সাড়ায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি ইতিবাচক সাড়ায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ
শনিবার, ৬ জুলাই ২০২৪



ইসরাইলি ইতিবাচক সাড়ায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নতুন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরাইল। এতে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে নতুন করে আশা জেগেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৫ জুলাই) হামাস ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা শুরুর বিষয়ে ইসরাইল সিদ্ধান্ত নিয়েছে। এতে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সমঝোতার সম্ভাবনা বেড়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মধ্যস্থতাকারী কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু করা হয়েছে। যা আগামী সপ্তাহেও চলবে।

এর আগে নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলের আলোচনাকারী দলের একটি সূত্র জানায়, হামাসের দেয়া সংশোধিত প্রস্তাবের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি সমঝোতার একটি প্রকৃত সুযোগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক মধ্যস্থতায় চলে আসা যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাসের নতুন প্রস্তাবটি ইসরাইল মেনে নিলে, এর ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

তিনি আরও বলেন, চুক্তি সইয়ের আগেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলের অঙ্গীকারের শর্ত থেকে সরে এসেছে হামাস। চুক্তি সইয়ের পর ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে আলোচনার মাধ্যমে তারা বিষয়টি অর্জন করতে চায়।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৯ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর এ সময়ে আহত হয়েছে ৯০ হাজারেরও মতো মানুষ।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৪৪   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের কাছে কি ‘আয়রন ডোম’ প্রযুক্তি আছে?
গাজায় মসজিদে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৮
মিত্ররা ইসরাইলের সঙ্গে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান
মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক
নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন
দিল্লিতে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা
এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কিমের
নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের প্রাণহানি
প্রতিশ্রুতি পূরণে চিনের ‘উচ্চাভিলাষী’ জলবায়ু লক্ষ্য নির্ধারন প্রয়োজন : রিপোর্ট
ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ