জামালপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ বৃদ্ধদের মৃত্যু

প্রথম পাতা » বিবিধ » জামালপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ বৃদ্ধদের মৃত্যু
সোমবার, ৮ জুলাই ২০২৪



জামালপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ বৃদ্ধদের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা ও দুপুর ২টায় পৌরসভার কামরাবাদ এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৮) ও পৌরসভার কামরাবাদ গ্রামের মৃত জমশের আলী শেখ এর ছেলে মোঃ শাহ আলী শেখ (৭২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত শাহ আলী শেখ জোহরের নামাজ আদায় করার জন্য দুপুরে পৌরসভার কামরাবাদ এলাকায় বাড়ীর পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এসময় বন্যার পানির স্রোতে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের কয়েক ঘন্টা পর তার লাশ নদীতে ভেসে উঠে। পরে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশ জানায়।

অপরদিকে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের কালবেলা কে জানান, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় হেলাল মিয়ার ছেলে ইয়াসিন দুপুর বেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ভরা ডোবায় পড়ে যায়। পরে তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায় তার লাশ ডুবায় দেখতে পায় স্থানীয়রা। পরে নিহতের লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে স্বজনরা।

এ ব্যাপারের সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান কালবেলা কে বলেন, দুপুরে বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক বৃদ্ধ মারা গেছে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল শনাক্ত করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
জামালপুর কারাগারে থেমে থেমে চলছে গুলি, তিন কারারক্ষী আহত
শ্রাবণের দুপুরে স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার
জামালপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ বৃদ্ধদের মৃত্যু
এবার উত্তর গাজায় ইসরাইলের ‘গণহত্যা’ শুরু, নিহত বেড়ে ৩৭,৭৭৫
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে শেষ হলো ১৫ দিনব্যাপী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : সিমিন হোসেন
দাবদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ