ঢাকা, ৯, জুলাই, ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেন, সাহারা খাতুন ছিলেন সৎ ও আদর্শের মুর্ত প্রতীক। তিনি আওয়ামী লীগের সংকটকালে তাঁর দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা, মেধা ও সিন্ধান্তে আমরা নেতা কর্মীরা আন্দোলন করেছি। তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। তাঁর কাজ ও আদর্শ অনুসরণ ও অনুকরণ করে আমাদের রাজনীতি করা উচিত। তিনি সব সময় নিরব থাকতেন এবং দেশ ও রাজনীতি নিয়ে ভাবতেন্। তিনি মাননীয় প্রধানন্ত্রীর একান্ত আপনজন ছিলেন। সততা এবং নিষ্ঠার জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সংসদ উপনেতা বলেন, তিনি হঠাৎ অসুন্থ হয়ে বিদায় নেবেন তা আমার জানা ছিলনা। একজন আদর্শ ও নীতিবান নেতা হতে হলে তাঁকে অনুসরণ ও অনুকরণ করলে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতি উপকৃত হবে। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
আজ মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবে সাপ্তাহিক গণবাংলা আয়োজিত শোক সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও শোক সভায় প্রধান অতিথির ভাষণে সংসদ উপনেতা এসব কথা বলেন।
শোক ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক খান এমপি, শামসুন নাহার এমপি, মেহের আফরোজ এমপি, শিরিন নাঈম পুনম, প্রফেসর রেহানা খানম, শবনম জাহান শিলা, লায়ন মশিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, হুমায়ুন কবির প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন এম এ করিম এবং সঞ্চালনায় ছিলেন ড. মোহাম্মদ জগলুল কবির। এছাড়া, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট নেতা কর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৮:৩০:০৭ ৫৭ বার পঠিত