হলিউড আমার রুপটাই দেখেছে, গুণ নয় : স্কারলেট জোহানসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » হলিউড আমার রুপটাই দেখেছে, গুণ নয় : স্কারলেট জোহানসন
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



হলিউড আমার রুপটাই দেখেছে, গুণ নয় : স্কারলেট জোহানসন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। বহুবার বিশ্বের সেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নামও উঠেছে তার। পারিশ্রমিক পাওয়ার দৌড়ে হলিউডের নারী তারকাদের মধ্যে সবাইকে টপকে গেছেন অনেক আগেই। অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘ফ্লাই মি টু দ্য মুন’ মুক্তি পেয়েছে সদ্যই।
এতেও বেশ প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী। গ্রেগ বারলান্টি পরিচালনায় এ সিনেমায় স্কারলেটের সহশিল্পী চ্যানিং টাটাম, উডি হ্যারেলসন, রে রোমানো, জিম রাশ প্রমুখ।

সম্প্রতি সিনেমাটির প্রচারণায় এসে স্কারলেট জানালেন, হলিউড তার রুপের দিকেই নজর রেখেছে, অভিনেত্রীর গুণ দেখেনি। দুই বার অস্কার মনোনয়ন পাওয়া এ অভিনেত্রী হলিউডে ‘সুন্দরী’ বলেই পরিচিত।
তার অভিনয়ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। কিন্তু সিনেমায় ইন্ডাস্ট্রিতে প্রায় ৩০ বছর কাটিয়ে দেওয়ার পরও স্কারলেটের দুঃখ, তিনি যেমন চলচ্চিত্রে কাজ করতে চেয়েছিলেন, যে ধরনের অভিনয় করতে চেয়েছিলেন, সেই সুযোগ তিনি এখনও পাননি। কারণ হলিউড প্রথম থেকেই তাকে সুন্দরীর প্রতিমূর্তি হিসেবে দেখে এসেছে।

অভিনেত্রীর মতে, তার কাছে মূলত তেমন চরিত্রেই অভিনয়ের প্রস্তাব এসেছে, যেখানে তার রূপের ব্যবহার করা হবে।
এক সাক্ষাৎকারে ‘ব্ল্যাক উইডো’ খ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে আবেদনময়ী হিসেবে দেখানো হয়েছে। অভিনেত্রী হিসেবে নয়। তার রুপের অংশটাই ব্যবহার করেছেন নির্মাতারা।

স্কারলেটকে সামনে দেখা যাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমায়। গত সোমবার নতুন সিনেমার প্রচারে এসে নিজেই বিষয়টি অফিসিয়ালি জানিয়েছেন তিনি।
গারেথ এডওয়ার্ড পরিচালিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার নাম এখনও ঠিক হয়নি। প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা হতে চলেছে এটি। জানা গেছে, ‘জুরাসিক ওয়ার্ড ফোর’-এর শুটিং হবে থাইল্যান্ডে। এ ছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৮   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২ বিচারপতিকে সংবর্ধনা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ
ঝালকাঠিতে সবজির সঙ্গে গাঁজা চাষ, আটক ১
ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ