বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) মদনগঞ্জ গুচ্ছগ্রাম এর সামনে নদীতে লাশ দেখে পুলিশকে খবর জানায় স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাস্থলে এসে নদী থেকে লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. হাবিবুল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মদনগঞ্জ গুচ্ছগ্রাম সামনে এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে নিহত ব্যক্তি আনুমানিক ২২ বছরের যুবক। লাশ ময়ন্তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩২:১৯ ২৭৪ বার পঠিত