আর্জেন্টিনার অলিম্পিকের ফুটবল ইভেন্টটা শুরু হয়েছে হার দিয়ে। নানা নাটকীয়তায় শেষ হয়েছে আর্জেন্টিনা-মরক্কো ম্যাচটি। বিতর্কিত ম্যাচে মরক্কোর কিছু দর্শক নেমে আসে মাঠে, গ্যালারি থেকে আর্জেন্টাইন ফুটবলারদের ব্যু দেওয়ার পাশাপাশি বোতল বৃষ্টিও দেখা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টিনার অনেকেই।
প্রথমার্ধে ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন সোফিয়ান রাহিমি। বিরতি থেকে ফিরে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কানরা। আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি। এরপর গোল শোধে মরিয়া হয়ে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা।
ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান কমান গুইলিয়ানো সিমিওনে।
ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ের ১৬তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান মেডিনা। তবে মরক্কোর দর্শকদের বিতর্কিত কর্মকান্ডকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর ভিএআর যাচাইয়ের মাধ্যমে মেডিনার গোলটি বাতিল করা হয়।
মূলত আর্জেন্টিনার গোল বাতিলের বিষয়কে ঘিরেই এই বিতর্ক। এ ঘটনায় ক্ষুব্ধ আর্জেন্টিনার বোর্ড সভাপতি তাপিয়া এবং লিওনেল মেসি ও কোচ মাসচেরানোও।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে এএফএ। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাপিয়া লেখেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এরই মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছি, যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয়, যারা দায়ী তাদের যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫৪:১২ ৫৩ বার পঠিত