অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
শনিবার, ২৭ জুলাই ২০২৪



অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। নাটকীয় সেই ম্যাচে দেড়ঘণ্টা পর বাতিল করা হয়েছিল তাদের গোল। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে অলিম্পিক কমিটিকে। এবার সেই ধাক্কা সামলে সামনে এগিয়ে যাওয়ার পালা আলবিসেলেস্তেদের।

শনিবার (২৭ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এই ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টাইনদের সামনে। কারণ, এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের।

অতীত ইতিহাস বলছে বিশ্বকাপ জেতা দলগুলো অলিম্পিকের পদকের লড়াইয়ে বরাবরই পিছিয়ে থাকে। ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিক ফুটবলে সোনাজয়ী আর্জেন্টিনার জন্য তাই কাজটা কিছুটা কঠিন। তারচেয়ে বড় কথা, নিকোলাস ওতামেন্ডির দলকে খেলতে হবে বৈরি পরিস্থিতির মাঝে।

কারণ, ফ্রান্সকে হারিয়ে ২০২২ সালের বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আকাশী-সাদা শিবিরের ওপর তাই স্বাভাবিকভাবেই ক্ষোভ কাজ করছে ফ্রেঞ্চ ভক্তদের।

এছাড়া সম্প্রতি আর্জেন্টাইন দল কোপা আমেরিকার শিরোপা জেতার পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী এক সঙ্গীতে জয় উদযাপন করে। যা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে আর্জেন্টাইনদের জন্য। মরক্কোর বিপক্ষে ম্যাচেও বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনা দলকে।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৯   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ