এশিয়া কাপ ফাইনালের দায়িত্ব বাংলাদেশের জেসির কাঁধে

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপ ফাইনালের দায়িত্ব বাংলাদেশের জেসির কাঁধে
রবিবার, ২৮ জুলাই ২০২৪



এশিয়া কাপ ফাইনালের দায়িত্ব বাংলাদেশের জেসির কাঁধে

চলছে নারী এশিয়া কাপের নবম আসর। চলতি এ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। দুপুরে ডাম্বুলায় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা।

দুপুর সাড়ে তিনটায় ভারত অষ্টম আর শ্রীলঙ্কা তাদের প্রথম শিরোপার খোঁজে একে অপরের মোকাবিলা করবে। শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ এ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জেসি। এবারের এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।

নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের অধ্যায় খুব বেশিদিনের নয়। এ বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করে।

২০০৪ থেকে নারী এশিয়া কাপের ইতিহাসে সবগুলো আসরে অর্থাৎ টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টি এখন পর্যন্ত ভারতকে ৭ বার এবং বাংলাদেশকে ১ বার চ্যাম্পিয়ন করেছে। এছাড়া অন্যকোনো দল নারী এশিয়ার শ্রেষ্ঠত্বের তকমা এখনো গায়ে মাখতে পারেনি।

বাংলাদেশ সময়: ১১:৫১:০৬   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ