জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আকতার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার গৌরবোজ্জল কর্মময় জীবন নিয়ে আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
পরে, আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮:০০:১৭ ৫৭ বার পঠিত