আজ থেকে নাটোরে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সফল দুই মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ ইত্যাদি কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। জেলায় ৭৪ হাজার ৯০৫ টন উৎপাদনের বিপরীতে বাৎসরিক ৪০ হাজার ৪৯১ টন চাহিদা মিটিয়ে ৩৪ হাজার ৪১৪ টন মাছ উদ্বৃত্ত থাকছে।
সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ ও বৈচিত্রকরণ, মা মাছের সুরক্ষা প্রদান কার্যক্রম জোরদার করা হবে। মুক্ত জলাশয়ে সকল অবৈধ স্থাপনা ও অবৈধ মৎস আহরণের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসক হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও পরামর্শ প্রদান, মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ে কর্মশালা, সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং মূল্যায়ন। মৎসচাষী ও মৎস্যজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে গতকাল জেলার মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬:০০:২৮ ৭৫ বার পঠিত