বেনাপোলে যাত্রীপারাপার বন্ধ, দুশতাধিক পাসপোর্টধারী আটকা

প্রথম পাতা » খুলনা » বেনাপোলে যাত্রীপারাপার বন্ধ, দুশতাধিক পাসপোর্টধারী আটকা
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



বেনাপোলে যাত্রীপারাপার বন্ধ, দুশতাধিক পাসপোর্টধারী আটকা

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছেন প্রায় দুশতাধিক যাত্রী। তবে ভারতীয় ইমিগ্রেশন সচল থাকায় ভারত থেকে ফিরছেন সব শ্রেণির পাসপোর্টধারীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারেনি।

ভারতগামী মেডিকেল ভিসার এক পাসপোর্টধারী জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে বেনাপোল বন্দরে আসেন। তবে ইমিগ্রেশন যেতে না দেয়ায় তারা আটকা পড়েছেন। আটকে থাকা অনেকের বিমান ও রেলের টিকিট করা আছে। এতে তাদের ভোগান্তি বেড়েছে।

ভারতীয় পাসপোর্টধারী আরেক যাত্রী জানান, তিনি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। বর্তমানে এ দেশের পরিস্থিতি উত্তপ্ত থাকায় তিনি দেশে ফিরতে বেনাপোল ইমিগ্রেশনে এসে আটকা পড়েছেন। কখন যেতে পারবেন কেউ কিছু বলছেন না।

ভ্রমণ কর দেয়ার জন্য বেনাপোল বন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের বুথ ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ইমিগ্রেশন থেকে আপাতত যাত্রীদের ভ্রমণ কর বন্ধ রাখতে বলা হয়েছে। তাই সকাল থেকে কোনো যাত্রীকে যেতে দেয়া হয়নি।

পাসপোর্টধারী কবির হোসেন জানান, বুধবারও কম-বেশি সব ভিসার দেশি-বিদেশি পাসপোর্টধারী বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করেছেন। তবে হঠাৎ করে আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো যাত্রীকে ছাড়ছে না ইমিগ্রেশন।

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুজ্জামান জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্টধারীদের পাসপোর্টে সিল না দেয়ায় মেডিকেল, ট্যুরিস্ট ও বিজনেস ভিসার যাত্রীরা বন্দরে অপেক্ষা করছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ওমর ফারুক জানান, সম্প্রতি সহিংস ঘটনায় তাদের অনেক সহকর্মী জীবন হারিয়েছেন। এতে তারা শোকাহত। নিরাপত্তাজনিত কারণে অনেকে অফিস করতে পারছেন না। জনবল কম থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যাত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের ছাড়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৪২   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা
তালা ভেঙে হলে ঢুকলেন কুয়েট শিক্ষার্থীরা
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
খুলনায় লুণ্ঠিত জুতা ও লেডিস ব্যাগসহ ৫ যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ২৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক
বেনাপোল বন্দর দিয়ে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু
সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ