দলের নাম বিক্রি করে অরাজকতা করলে প্রতিহত করুন: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দলের নাম বিক্রি করে অরাজকতা করলে প্রতিহত করুন: গিয়াসউদ্দিন
শুক্রবার, ৯ আগস্ট ২০২৪



দলের নাম বিক্রি করে অরাজকতা করলে প্রতিহত করুন: গিয়াসউদ্দিন

কেউ যদি নিজেকে বিএনপির নেতা বা কর্মী দাবি করে কারো কাছে কোনোরকম চাঁদা দাবি করে, কোথাও যদি কোনো রকমের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে অথবা কোনো স্থাপনা ভাঙচুর বা দখল করার চেষ্টা করে তাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জে নিজ বাসভবন মুক্তিযোদ্ধা নিবাসে স্থানীয় পঞ্চায়েতের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, বিশৃঙ্খলাকারি, নাশকতাকারি, মানুষের জানমালের ক্ষতি করা কোনো ব্যক্তির ঠাঁই বিএনপিতে হবে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। শান্তিপ্রিয়, গণতান্ত্রিক দল। যারা কিছুদিন আগেও আওয়ামী লীগের সঙ্গে মিশে মানুষের শান্তি নষ্ট করেছিল, চাঁদাবাজি, লুটপাট করেছিল আজ তারাই বিএনপির নাম বিক্রি করে এসব অরাজকতা সৃষ্টি করছে। তাদের শক্তহাতে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

গিয়াসউদ্দিন বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা নির্মাণের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে। যারা দলের নাম ব্যবহার করে মানুষের শান্তি নষ্ট করবে, তাদের কোনো স্থান হবে না বিএনপিতে। সুতরাং দলের সুনাম নষ্ট করে কেউ যদি অরাজকতা করে, সে যদি আমার সন্তান হয়, ভাই হয়, কর্মী হয় তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। থানাগুলো আবারও সচল হয়েছে। মাঠে সেনাবাহিনী কাজ করছে। সুতরাং অপরাধি যেহোক, যে দলের হোক, যে পরিচয়ই থাকুক না কেন, তাকে একজন অপরাধি হিসেবেই গণ্য করুন এবং তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করুন।

এছাড়াও তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে মুক্ত বাংলাদেশ পেলাম, যাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন হলো। এই বিজয় এসেছে তা কোনোভাবেই ম্লান করা যাবে না। এই বিজয় আমাদের অক্ষুন্ন রাখতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। অতন্দ্রী প্রহরীর মতো আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে হবে। এমন একটি সমাজ আমরা চাই, যে সমাজ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সকল ধর্ম, সকল বর্ণের মানুষের। আমাদের এই লক্ষ্য যেন কেউ নসাৎ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

গিয়াসউদ্দিন আরও বলেন, আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন দল করতে চাই। প্রতিটি কমিটি হবে পরিচ্ছিন্ন। ভদ্র মানুষের। আমাদের কোনো কমিটিতে, কোনো রকম মাদক ব্যবসায়ী, মাদকসেবির স্থান হবে না।

বাংলাদেশ সময়: ২২:৪০:৪৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
এইচপিএস প্রোগ্রামের জন্য বাংলাদেশ ও ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর
সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ
‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা
বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ পরিকল্পনা শেভরনের
ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
প্রধান উপদেষ্টা কাল সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন
সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের
কাতারের আমির দুই দিনের সফরে ব্রিটেনে
বিগত সরকারের আমলে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইন রক্ষাকারী খাত : টিআইবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ