বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম

প্রথম পাতা » খেলাধুলা » বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম
রবিবার, ১১ আগস্ট ২০২৪



বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম

প্রায় ছয় বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউট। এবার প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে এ কথা জানান তিনি।

২০১৮ সালে প্রতিষ্ঠিত শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখা হবে ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউট’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্যা শিক্ষার্থীর মৃত্যুর পেছনে শেখ হাসিনা জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গেছেন। আমরা মনে করি, তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে।’

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন। কাগজে-কলমে তিনি এখনও বিসিবির সভাপতি। এই পদেও পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আসিফ। তিনি বলেন, আইসিসির আইনের মধ্যে থেকে বিসিবির সভাপতি পদে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিযুক্ত করা যায় কি না সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৭:০৮   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রিয়ালের জালে বল পাঠিয়ে রোনালদোর উদ্‌যাপন করলেন ইয়ামাল
দেশের মাটিতে ১২ বছর পর টেস্ট সিরিজ হারল ভারত
চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল
বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাস হয়নি
আবারও ড্র ইউনাইটেডের, জয় পেয়েছে টটেনহ্যাম
মিরপুর টেস্টে বড় পরাজয় বাংলাদেশের, এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের পেছনে বার্সা, ব্রাজিল-আর্জেন্টিনার কে এগিয়ে?
চ্যাম্পিয়ন্স লিগে ফের মুখোমুখি মাদ্রিদ-ডর্টমুন্ড
ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা পেল বিসিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ