চট্টগ্রামের সড়কে নামছে পুলিশ, থাকবেন শিক্ষার্থীরাও

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের সড়কে নামছে পুলিশ, থাকবেন শিক্ষার্থীরাও
সোমবার, ১২ আগস্ট ২০২৪



চট্টগ্রামের সড়কে নামছে পুলিশ, থাকবেন শিক্ষার্থীরাও

এবার চট্টগ্রামের সড়কে নামছে ট্রাফিক পুলিশ। সোমবার (১২ আগস্ট) থেকে তারা ৫টি পয়েন্টে দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা থাকবেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে দামপাড়া পুলিশ লাইনসে সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

পুলিশ কমিশনার বলেন, ‘সোমবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে প্রতিটি পয়েন্টে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন। প্রথমদিকে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, লালখানবাজার ও আগ্রাবাদ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্ব পালন করবে। প্রয়োজন হলে নিউমার্কেট এলাকায়ও সমন্বয় করা হবে।’

কমিশনার বলেন, ‘আমি রাস্তায় দেখেছি, আসলে আমাদের শিক্ষার্থীরা কী অক্লান্ত পরিশ্রম করেছে। তারা মাথার ঘাম পায়ে ফেলে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাদের এ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তবে তাদের এ কষ্ট আর সহ্য হচ্ছে না।’

শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ক ট্রেনিং করানো হবে জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে আমি শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ে ট্রেইনিং করাব। আর একটি কথা, কোনোভাবেই যেন কোনো মহল সুবিধা নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

পুলিশের নিরাপত্তা নিশ্চিতের বিষয় উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাল থেকে আমরা পোশাকে বের হব।’ এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫০   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসে আগুন দিলেন আইনজীবীরা
জনমনে স্বস্তি ফেরাতে চাঁদপুরে সেনাবাহিনীর মতবিনিময়সভা
প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে - ধর্ম উপদেষ্টা
চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেফতার
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল
দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে: কৃষি উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ