ভিনিসিউসকে দলে ভেড়াতে ইতিহাস গড়তে প্রস্তুত সৌদি ক্লাব

প্রথম পাতা » খেলাধুলা » ভিনিসিউসকে দলে ভেড়াতে ইতিহাস গড়তে প্রস্তুত সৌদি ক্লাব
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



ভিনিসিউসকে দলে ভেড়াতে ইতিহাস গড়তে প্রস্তুত সৌদি ক্লাব

শুরুটা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে। ২০২৩ এর জানুয়ারিতে রেকর্ড পারিশ্রমিকে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় সৌদি প্রো লিগ। এরপর একে একে করিম বেনজেমা, এনগোলো কান্তে, নেইমার, রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনোরা সৌদি ক্লাবে যোগ দিলে নড়েচড়ে বসে বিশ্ব। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে সৌদি আরব। চলতি দলবদল মৌসুমে ইউরোপকে আরও বড় ঝাঁকুনি দিতে প্রস্তুত তারা।

গত তিন মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন ভিনিসিউস জুনিয়র। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শীর্ষে তিনিই। এই সময়ের সেরা খেলোয়াড়ের আলোচনায় কিলিয়ান এমবাপ্পের পাশাপাশিই তার নামটাও উচ্চারিত হচ্ছে। এই ব্রাজিলিয়ান তারকাকে চলতি গ্রীষ্মে দলে টানতে চায় সৌদি লিগের দল আল আহলি। ভিনিসিউসকে দলে টানতে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি ভেঙে দিতেও আপত্তি নেই সৌদি ক্লাবটির।

ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি চুক্তিটি শোহেই ওতানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্সের। ১০ বছরের জন্য ৭০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৩ সালে তাকে দলে ভিড়িয়েছিল তারা। ভিনিসিউসকে দলে ভেড়াতে এর চেয়েও বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল আহলি।

রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরার জন্য পাঁচ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব নিয়ে এসেছে আল আহলি। যে প্রস্তাব এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও নড়েচড়ে বসতে বাধ্য ফুটবলবিশ্ব। শুধু বিশাল পারিশ্রমিকই নয়, ভিনিসিউসের জন্য আর্থিক ও সামাজিক বিভিন্ন দিক থেকেই আরও অনেক লোভনীয় প্রস্তাবনা রেখেছে দলটি।

সৌদি আরবের ক্লাব ফুটবলকে ঢেলে সাজাতে গত কয়েক বছর ধরে বিনিয়োগ করে আসছে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। সৌদি আরবের চারটি বড় ক্লাব- আল হিলাল, আল নাসর, আল ইত্তিহাদ এবং আল আহলি এই চারটি ক্লাব পিআইএফের অর্থায়নে পরিচালিত হয়। গত দুই মৌসুমে এই চারটি ক্লাব মিলিয়েই একের পর এক তারকাকে দলে টানছে। আল আহলি সেই ধারাবাহিকতায় এবার ভিনিসিউস জুনিয়রকে দলে টানতে চায়।

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। তার আগেই দেশটি ফুটবলে নিজেদের ব্র্যান্ডভ্যালু বাড়িয়ে নিতে চায়। তারই অংশ হিসেবে এক মাস্টারপ্ল্যান নিয়েছে সৌদি সরকার। তার অংশ হিসেবে ভিনিসিউসের মতো সুপারস্টারের দিকে হাত বাড়িয়েছে তারা।

২৪ বছর বয়সী ভিনিসিউসকে বছরে ২০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব রেখেছে আল আহলি, যা আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতনের সমান। ফলে তিনি লিগের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়ে পরিণত হবেন। পাঁচ বছরে আল আহলি ভিনিকে বেতন বাবদ ১ বিলিয়ন ইউরো দেবে। রিয়ালে সর্বশেষ চুক্তি অনুযায়ী বছরে ১৩ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন তিনি। রিয়ালের চেয়ে আল আহলি ভিনিকে বছরে ১৩ গুণ বেশি বেতন দিতে রাজি।

এর বাইরে ভিনিসিউসকে ২০৩৪ বিশ্বকাপে সৌদি আরব ও সৌদি লিগের দূত হওয়ার প্রস্তাবও আছে। ২০২৯ সালে চুক্তির মেয়াদ শেষ হলে নিজের ইচ্ছামত বিশ্বের যে কোনো দলে যোগ দিতে পারবেন তিনি। শুধু তাই নয়, ক্যারিয়ার শেষে সৌদি আরবে নিশ্চিত সামাজিক অবস্থানেরও নিশ্চয়তা দিতে রাজি তারা।

গত বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে সর্বশেষ চুক্তি নবায়ন করেন ভিনিসিউস। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বের সেরা ক্লাবটিতে থাকার কথা তার। এই সময়ে বেতন হিসেবে মোট ৪৭ মিলিয়ন ইউরো পাবেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে ভিনিকে দলে টানাটা অবশ্য আল আহলির জন্য সোজা হবে না। কারণ রিয়াল থেকে ভিনিকে দলে ভেড়াতে হলে রিলিজ ক্লজ হিসেবে ১ বিলিয়ন ইউরো গুনতে হবে আল আহলিকে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪১   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ