শান্তি-শৃঙ্খলা-সম্প্রীতি রক্ষায় সরকারের পাশে থাকব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তি-শৃঙ্খলা-সম্প্রীতি রক্ষায় সরকারের পাশে থাকব
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



শান্তি-শৃঙ্খলা-সম্প্রীতি রক্ষায় সরকারের পাশে থাকব

বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক শিক্ষা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। মঙ্গলবার (১৩ আগস্ট) গত ৫ আগস্টে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।

মাওলানা সাজিদুর রহমান বলেন, সাম্প্রদায়িকতার গুজব ছড়াবেন না। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার্থে আমরা সরকারের পাশে থাকব। সেই সঙ্গে ভারতকে আহ্বান জানাব বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক শিক্ষা নেওয়ার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, হেফাজতে ইসলামসহ আলেমদের ওপর অনেক জুলুম হয়েছে। ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার এক শিক্ষার্থীকে থানার ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। আমরা মামলা করলে সরকার থেকে বলা হয় ক্ষতিপূরণের কথা। সেই ঘটনায় আমি নিজে হরতাল ঘোষণা করি। সারা দেশে হরতালের পক্ষে মিছিল হয়েছিল। তখন সরকারের অনুরোধে শান্তির লক্ষ্যে আমরা হরতাল প্রত্যাহার করেছিলাম। কিন্তু সেই সময়কার যে মামলাটি করেছিলাম সেটা চালাতে দেয়নি। তবে দুঃখের বিষয় ক্ষতিগ্রস্ত হলাম আমরা কিন্তু উল্টা আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। হেফাজতের একেকজনকে ২০১৬ সালে ছয়টি করে মিথ্যা মামলার বোঝা নিতে হয়েছে। সেই মামলাগুলোর চার্জশিট হয়। হাজারের উপর লোক জেলে ছিল।

তিনি আরও বলেন, অবশেষে আল্লাহ গত ৫ আগস্ট বাংলাদেশের জনগণকে মুক্ত করেছেন। পূর্বে আমরা যে মামলাগুলো করেছিলাম সেগুলো চালানোর অবস্থা ছিল না। ইনশাআল্লাহ এখন সব মামলা চলবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন কাসেমি, সহ-সভাপতি মাওলানা ক্বারী বুরহান উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন আল মতিন, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান, মাওলানা উবায়দুল্লাহ মাদানী, মাওলানা বেলাল হুসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৬   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিশোধ নেব না তবে অপরাধের শাস্তি পেতে হবে: জামায়াত আমীর
মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ সহ নানা দাবিতে ছাত্র সমাবেশ
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের আহবান রেজাউল করিমের
কোনো অবস্থাতে ৫ আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না: গিয়াসউদ্দিন
তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু, আহত ২
চলতি বছরের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা উপদেষ্টার
শহিদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম
স্বৈরাচারের প্রেতাত্মাদের চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে: তারেক রহমান
মানুষের সংস্কার না হলে কোন সংস্কারেই সুফল হবে না : গণশিক্ষা উপদেষ্টা
উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই - ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ