মমতার পদত্যাগ দাবিতে ‘এক দফা’, ধর্মঘটের ডাক বিজেপির

প্রথম পাতা » আন্তর্জাতিক » মমতার পদত্যাগ দাবিতে ‘এক দফা’, ধর্মঘটের ডাক বিজেপির
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



মমতার পদত্যাগ দাবিতে ‘এক দফা’, ধর্মঘটের ডাক বিজেপির

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এবার আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ‘এক দফা’ দাবি নিয়ে মাঠে নামছে তারা। প্রতিবাদ জানাতে গোটা রাজ্য ‘স্তব্ধ করার’ ডাক দিয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বিজেপি দুই ঘণ্টা ‘রাস্তা রোকো’ বা অবরোধের ডাক দিয়েছে। এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই বন‍্ধ চলছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এসইউসিআই’র ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন শুভেন্দু অধিকারী।

‘দফা এক, দাবি এক, সবাইকে বলব কাল স্তব্ধ করে দিন বাংলা’, আওয়াজ তোলেন বিরোধী দলনেতা। এদিকে এসইউসিআই’র বন‍্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। ‘কাল (শুক্রবার) সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে’ বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়।

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন, ‘দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যেভাবে পারেন করুন। সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ।’

এর পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, ‘আমাদের বাংলায় ধর্মঘট হয় না। কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।’

এছাড়া চিকিৎসক হত্যা-ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সূত্র: এবিপি

বাংলাদেশ সময়: ১২:০৭:০৬   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি
পাকিস্তানে বড় বিক্ষোভের প্রস্তুতি ইমরান খানের দলের, ঠেকাতে তোড়জোড় সরকারের
পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২
ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ