যে কারণে ম্যানসিটি ছেড়েছেন আলভারেজ

প্রথম পাতা » খেলাধুলা » যে কারণে ম্যানসিটি ছেড়েছেন আলভারেজ
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



---

ম্যানচেস্টার সিটিতে স্বপ্নের মতো সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার হুলিয়ান আলভারেজ। ‍দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ২৪ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জেতার পাশাপাশি সিটিজেনদের হয়ে সম্ভাব্য সকল ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবুও হঠাৎ করে ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমিয়েছেন স্পেনে।

এতদিন এই সিদ্ধান্তের কারণ না জানালেও, এবার মুখ খুলেছেন আলভারেজ। মূলত, স্বদেশী কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে কাজ করতেই অ্যাতলেটিকোয় যোগ দিয়েছেন তিনি। শুক্রবার (১৬ আগস্ট) স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর গণমাধ্যমে এমন মন্তব্য করেন এই তারকা।

ম্যানসিটিতে সময়টা ভালোই কাটছিল আলভারেজের। পেপ গার্দিওলার অধীনে নিজেকে ভালোভাবেই গড়ে তুলছিলেন তিনি। তবুও হঠাৎ করে কেন ক্লাব পরিবর্তন করলেন তিনি? ভক্ত-সমর্থকদের এই প্রশ্ন আলভারেজের সামনে তুলে ধরেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

জবাবে আলভারেজ বলেন, আমার মনে হয়েছে ফুটবল ক্যারিয়ারে একটা পরিবর্তন দরকার। নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্যই আমি এই ক্লাবে এসেছি। একজন পরিণত ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য যা দরকার এ ক্লাবে তার সবই আছে।

এ সময় সাবেক কোচ ও ক্লাবকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ম্যানচেস্টার সিটিতে দু’বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি পেপ গার্দিওলার কাছে কৃতজ্ঞ। আমি সিমিওনের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছি। তিনি এই ক্লাব ও স্প্যানিশ লিগে যে অবদান রেখেছেন তা অসাধারণ।
আরও পড়ুন
জির্কজির স্বপ্নের অভিষেক, শুভ সূচনা রেড ডেভিলদের

মূলত, আলভারো মোরাতার বিকল্প খুঁজছিল অ্যাতলেটিকো। আলভারেজকে প্রস্তাব দিতেই রাজি হয়ে যান তিনি। এখানে ভূমিকা রেখেছে তার আর্জেন্টাইন পরিচিতিও। এক যুগেরও বেশি সময় ধরে অ্যাতলেটিকোর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার দিয়েগো সিমিওনে। ফলে আলভারেজের জন্যও সিদ্ধান্ত নেয়াটাও সহজ হয়ে যায়।

তাই আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাতে তুলে দেওয়া হয় অ্যাতলেটিকোর ১৯ নম্বর জার্সি। হোয়াও ফেলিক্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে আলভারেজকে দলে নিয়েছে অ্যাতলেটিকো। ব্রিটিশ মিডিয়ার দাবি, ম্যান সিটিকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়েছে ক্লাবটি।

ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুমে ১০৩ ম্যাচ খেলেছেন আলভারেজ। বেশিরভাগ ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে নামলেও সুযোগ কাজে লাগিয়েছেন, করেছেন ৩৬ গোল। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগসহ ৬টি শিরোপা।

বাংলাদেশ সময়: ১৩:০৩:১৪   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ