চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদী সীমান্তে ৩ গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদী সীমান্তে ৩ গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদী সীমান্তে ৩ গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী সীমান্তে অভিযানে চালিয়ে ৩টি গরুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ রবিবার (১৮ আগস্ট) তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি নিয়মিত টহলদল সীমান্তবর্তী পদ্মা নদী পথে ভারত হতে ২টি নৌকা সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। নৌকা দুটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে আটক করে।
নৌকা দুটি তল্লাশি করার সময় নৌকায় অবস্থানরত কতিপয় ব্যক্তিবর্গ হাঁসুয়া দিয়ে বিজিবি সদস্যদের আক্রমণ করতে উদ্যত হয়। পরে বিজিবি সদস্যরা বিভিন্ন কৌশলে তাদেরকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে বিজিবি টহলদল নৌকা ২টি তল্লাশি করে ৩টি ভারতীয় গরু ও ৩টি হাঁসুয়াসহ ৫ জন ভারতীয় নাগরিককে আটক করে।

গোয়েন্দা তথ্য হতে জানা যায়, উক্ত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে নিয়মিতভাবে ভারত থেকে বাংলাদেশের ভিতরে গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করে আসছিল।

আটককৃত ব্যক্তিরা সবাই ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা হলেন- মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে মো. আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল মহালদারের ছেলে রনি মহালদার (১৭) এবং মেনাউল মহালদারের ছেলে ওলিল মহালদার (১৮)।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৩   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
অবৈধ ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশে চুরি-ডাকাতির মেগাপ্রজেক্ট খোলা হয়েছিল : ফয়জুল করীম
সংস্কার কমিশনের কাজ শুরু ১ অক্টোবর, প্রতিবেদন ডিসেম্বরে
বাংলাদেশীদের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতকে সমর্থন দিয়ে যাবে অস্ট্রেলিয়া
মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩
অভিবাসী বিতর্কের কেন্দ্রবিন্দু ওহাইও সফরের অঙ্গীকার ট্রাম্পের
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিল জনতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ