৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

প্রথম পাতা » খেলাধুলা » ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের
শনিবার, ২৪ আগস্ট ২০২৪



৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

রাওয়ালপিন্ডির উইকেট যেন ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গে পাকিস্তানের বিপক্ষে নিজের ইচ্ছেমত ইনিংস সাজাচ্ছিলেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে নেওয়ার পর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরির দিকে। তবে স্বপ্নপূরণ হলো না মুশির। মাত্র সাত রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন মুশফিক।

রাওয়ালপিন্ডির ব্যাটিং পিচে নিজেকে মেলে ধরেছিলেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে ২০০ বলে তুলে নেন সেঞ্চুরি। লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন মোটে ৬ জন। আজ সেই তালিকায় নতুন যুক্ত হলেন মুশফিকুর রহিম। হাবিবুল বাশার, জাভেদ ওমর বেলিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস এবং ইমরুল কায়েসের পর এই লিস্টে যুক্ত হন মুশফিক।

সেঞ্চুরি তুলে নেওয়ার পর চা বিরতির আগে ১৭৩ রানে অপরাজিত থাকা মুশফিক ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন। তবে মোহাম্মদ আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। নার্ভাস নাইন্টিনের শিকার হয়ে ফিরে গেছেন ১৯১ রান করে।

মুশফিকের আজকের এই ইনিংসে তাকে যোগ্য সঙ্গে দিয়েছেন আরেক ব্যাটার মেহেদী মিরাজ। তিনিও ফিফটি তুলে নিয়েছেন। মুশফিক ও মিরাজের ব‍্যাটে সপ্তম উইকেটে এই প্রথম দেড়শ রানের জুটি দেখেছে বাংলাদেশ। এর আগে টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সেরা ছিল ১৪৫। ২০১০ সালে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে হ‍্যামিল্টন টেস্ট করেছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১৪   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ