মায়ামিকে সুয়ারেজের বড় জয় উপহার

প্রথম পাতা » আন্তর্জাতিক » মায়ামিকে সুয়ারেজের বড় জয় উপহার
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



মায়ামিকে সুয়ারেজের বড় জয় উপহার

মেসি যে নেই, সেটা বুঝতেই দিচ্ছেন না লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন মহাতারকার অনুপস্থিতিতে ইন্টার মায়ামির ঝান্ডা বহন করে চলেছেন এ উরুগুইয়ান। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন, শিকাগো ফায়ারের বিপক্ষেও তা-ই, তার ওপর ভর করেই বড় জয় পেল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে রোববার (১ সেপ্টেম্বর) শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সুয়ারেজের ডাবলের পাশাপাশি একটি গোল করেছেন রবার্ট টেইলর, আরেকটি আত্মঘাতী। শিকাগোর একমাত্র গোলটি জর্জিয়স কৌতসিয়াসের। লিগে মায়ামির এটা টানা চতুর্থ জয়, সব মিলিয়ে দ্বিতীয়।

কোপায় ইনজুরিতে পড়া মেসি যে শিকোর বিপক্ষে খেলতে পারবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ টাটা মার্টিনো। পুনর্বাসন শেষে এক সপ্তাহ আগে দলীয় অনুশীলনে ফেরা কাতার বিশ্বকাপ জয়ী তারকা বহরের সঙ্গে সফরও করেননি। তাকে ছাড়াই অনায়াসে জয় পেয়েছে ফ্লোরিডার দলটি।

সোলজার ফিল্ডে ম্যাচের শুরু থেকে সুয়ারেজ ছিলেন বিধ্বংসী। মূলত দুদলের খেলোয়াড়দের মধ্যে আলাদা নজর কেড়েছেন এই স্ট্রাইকার। ২৫ মিনিটের প্রথম গোলটিতে তার অবদান ছিল। ডানপ্রান্ত থেকে আক্রমণে গেলে বল পান সুয়ারেজ, ফার্স্ট টাচে কোনাকুনি শটে তা সতীর্থের কাছে চালান করে দেন। দৌড়ে গিয়ে উরুগুইয়ান তারকা পজিশন নিয়েছিলেন, ফিরতি বল পেয়েই জাল বরাবর শট নেন। কিন্তু তা ফিরিয়ে দেন শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডি। ব্রাডির ঠেকানো বল তোবিয়াস সালকুইস্টের বুকে লেগে জালে প্রবেশ করে।

কিছুক্ষণ পর গোল পেতে পারতেন সুয়ারেজ। কর্নার কিক থেকে উড়ে আসা বলে দৌড়ে গিয়ে হেড নিয়েছিলেন তিনি, কিন্তু ব্রাডি লাফিয়ে উঠে তা পরাস্ত করেন। উরুগুইয়ান ফুটবলারের অপেক্ষার অবসান হয় ৪৬ মিনিটে। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৬৫ মিনিটে তার পরের গোলটি ট্যাপ-ইনে। এ নিয়ে লিগে এ মৌসুমে ১৬ গোল ও ৫টি অ্যাসিস্ট করলেন তিনি। যার ৪টি গোলই সবশেষ দুই ম্যাচে। কোপা আমেরিকার পর থেকে ৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৬-এ।

দ্য হেরন্সদের সবশেষ গোলটি রবার্ট টেইলরের।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্স লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছেন ইন্টার মায়ামির খেলোয়াড়রা। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯, দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের। আন্তর্জাতিক বিরতি শেষে মায়ামির পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১০:৪৫:২৭   ৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন চাপে হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশ কাতারের
পাকিস্তানে রেলস্টেশনে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ২৬
ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন
ইসরাইলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসরাইল ক্যাটজ
চিফ অব স্টাফ হিসেবে সুসিকে নিয়োগ দিলেন ট্রাম্প
মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়
চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে কপাল খুলবে বাংলাদেশি ব্যবসায়ীদের?
বাংলাদেশে ‘উগ্রপন্থী গোষ্ঠীর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভারতের
লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০
ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় কারা থাকতে পারেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ