উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক

প্রথম পাতা » চট্টগ্রাম » উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক

পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বেইলি রোড, পার্বত্য কমপ্লেক্সে এই বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সাব্বির, শিক্ষা ও গবেষণা সম্পাদক জিয়াদ, ছাত্র অধিকার পরিষদের উত্তরের সভাপতি আবির ইসলাম, তপেন বিকাশ ত্রিপুরা, যুব নেতা খাগড়াছড়ি জেলা, জনেল চাকমা, সদস্য সচিব ডবলমুরিং থানার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম, অংথোয়াইচিং মার্মা, গণ নেতা খাগড়াছড়ি জেলা, অ্যাডভোকেট ইউচাচিং মারমা, গণ নেতা, বান্দরবান জেলা।

এসময় দলের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়।
সেগুলো হলো-পার্বত্য চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং স্থানীয় পর্যায়ে সকল রোগ নির্ণয়ের প্রযুক্তি গত সহায়তা প্রদান করতে হবে।

দ্রুততম সময়ের মধ্যে ট্যুরিজম অর্থনীতির বিকল্প অর্থনীতির ব্যবস্থা করতে হবে এবং তিন পার্বত্য অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে।

ট্যুরিজম অর্থনীতিকে প্রসারিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সেইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পার্বত্য চট্টগ্রামের মহাসড়কগুলো চার থেকে ছয় লেনে উন্নীত করতে হবে।

পার্বত্য অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। পার্বত্য অঞ্চলে কাপ্তাই লেকসহ সকল নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে খনন কার্য শুরু করতে হবে ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম গ্রহণ করতে হবে এবং জেলেদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পার্বত্য অঞ্চলের যে সকল জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি, সে সকল জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৫   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল
দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে: কৃষি উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
কক্সবাজারে শুরু হয়েছে চলতি মৌসুমের লবণ উৎপাদন
দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না
জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার ও সংসদ দেখতে চায় : আমীর খসরু
অন্তর্বর্তী সরকার কোনো ক্ষমতা নয়, আমরা দায়িত্ব গ্রহণ করেছি : উপদেষ্টা ফাওজুল কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ