ইতিহাসে ঈদে মিলাদুন্নবীর উদযাপন যেভাবে শুরু হয়েছিলো

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসে ঈদে মিলাদুন্নবীর উদযাপন যেভাবে শুরু হয়েছিলো
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



ইতিহাসে ঈদে মিলাদুন্নবীর উদযাপন যেভাবে শুরু হয়েছিলো

নবী (সা.)-এর সময়ে অথবা খোলাফায়ে রাশেদিনের যুগে, তাবেয়ি ও তাবে-তাবেয়িদের সময়কালে ঈদে মিলাদুন্নবী (সা.) নামে কোনো উৎসবের প্রচলন ছিল না। ঐতিহাসিক ও ফকিহদের মতে হিজরি ৪র্থ শতাব্দীর মাঝামাঝি শিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রথম এই উৎসব শুরু হয়।

৩৫২ হিজরিতে বাগদাদের শিয়া শাসক মুইজলি দীনিল্লাহ আশুরা এবং গাদীরে খুম দিবস পালন শুরু করেন। ফাতেমীয় শাসকরা মিসরে ১২ রবিউল আউয়াল তারিখে মিলাদুন্নবী উদযাপন করতেন।

মুসলিম সমাজে এটি প্রথম চালু করেন ইরবিলের শাসক আবু সাঈদ মুজাফফর উদ্দীন কুকুবুরী। তিনি ৬০৪ হিজরিতে সুন্নি মুসলমানদের মধ্যে এই উৎসব প্রচলন করেন। সিরাতুন্নবী গবেষকদের মতে, তিনিই মিলাদুন্নবীর প্রকৃত উদ্ভাবক। পরবর্তীতে, এই উৎসব ভারতীয় উপমহাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দেশে এটি সরকারি ছুটির দিন হিসেবেও পালিত হয়। তবে, এই উৎসবের বৈধতা নিয়ে মুসলিম উম্মাহর মধ্যে এখনও বিতর্ক রয়েছে।

রসুল সা. মানব জাতির জন্য রহমত

আল্লাহ সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা.)-কে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেন। হযরত আদম (আ.)-এর মাধ্যমে নবুওয়াতের শুরু এবং মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে তা সমাপ্ত হয়। তিনি সমগ্র বিশ্বের জন্য নবী হিসেবে মনোনীত এবং তার পরে আর কোনো নবী আসবেন না। তার উম্মতের দায়িত্ব হলো মানুষকে আল্লাহর পথে আহ্বান করা।

মহানবী (সা.)-এর আগমন পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও উল্লেখিত হয়েছে। তিনি মিথ্যার বিরুদ্ধে, সত্যের বার্তা নিয়ে এসেছিলেন। রহমত হিসেবে এসেছেন। وَ مَاۤ اَرۡسَلۡنٰكَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ আল্লাহ বলেন, হে নবী আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। (সুরা আম্বিয়া ১০৭)

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন মিথ্যা থেকে মানুষকে দূরে রাখতে। কোরআনে ইরশাদ করা হয়েছে, আমি আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি, অধিকাংশ মানুষ তা জানে না। (সুরা সাবা ২৮)

মানব জাতিকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা করেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারও পিতা নন। বরং তিনি হলেন আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। (সুরা আল আহযাব ৪০)।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০১   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
বন্দরে সরকারি অফিসে ডাকাতি: নরসিংদী থেকে আটক রুবেল
সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে থেকে বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার
সোনারগাঁয়ে যুবক আটক, ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার
সরিষাবাড়ী থানার ওসির সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন মা
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ