সরিষাবাড়ীতে কটুক্তির প্রতিবাদ ও পদায়নের দাবিতে নার্সদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কটুক্তির প্রতিবাদ ও পদায়নের দাবিতে নার্সদের মানববন্ধন
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



সরিষাবাড়ীতে কটুক্তির প্রতিবাদ ও পদায়নের দাবিতে নার্সদের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা-পরিচালক মাকসুরা নুর সহ সকল কর্মকর্তার অপসারণ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই।

এছাড়াও অনেকেই নাসিং পেশায় ট্রেনিং প্রাপ্ত না হয়ে দায়িত্ব পালন করছেন। যারা উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স আছেন তাদের পদায়নের দাবিও জানান বক্তারা।

বক্তারা আরও আরো বলেন, অপসারণ করা ও দাবি পুরন না হলে আগামীতে কঠোর কর্মসূচির গ্রহণ করা হবে।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার নিলুফা বেগম, সুফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স সোহানা খাতুন, শায়লা জাহান মৌসুমী, মাডওয়াইফ ফেন্সী, মিথিলাসহ আরো অনেকেই।

উল্লেখ্য যে, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট। এখানে তিন ডিপার্টমেন্টে ৩৪ জন নার্স কর্মরত আছেন। এছাড়াও চলমান সময়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রয়োজনীয় সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাপক ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৭   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশকে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান
বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত
সোনারগাঁয়ে চার কেজি গাঁজাসহ ২ যুবক আটক
বিএনপি ক্ষমতায় গেলে নাটোরে গ্যাস সংযোগ দেয়া হবে -দুলু
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
এইচপিএস প্রোগ্রামের জন্য বাংলাদেশ ও ইউনেস্কোর অনুদান চুক্তি স্বাক্ষর
সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ
‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা
বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ পরিকল্পনা শেভরনের
ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ