ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন ও করণীয় প্রসঙ্গে সংলাপ

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন ও করণীয় প্রসঙ্গে সংলাপ
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন ও করণীয় প্রসঙ্গে সংলাপ

জেলায় বন্যা পরবর্তী পুনর্বাসনে করণীয় প্রসঙ্গে নাগরিক সংলাপ আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি শীর্ষক একটি বেসরকারি প্রতিষ্ঠান।
আজ শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ে জোর দেন।
সভায় জেলা প্রশাসনের তথ্যসূত্রে আলোচকরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দেড় লক্ষাধিক। সর্বাধিক ক্ষতি হয়েছে কৃষিখাতে।
যথাযথ পুনর্বাসনে সভায় বক্তারা বলেন, ফেনীর উত্তরাঞ্চলে টেকসই মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা অনুসরণ করে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয় করা, কৃষি প্রণোদনার ক্ষেত্রে নিঃস্ব কৃষকদের প্রাধাণ্য দেওয়া, সহজশর্তে কৃষি ঋণ নিশ্চিত করা, স্বেচ্ছাশ্রমে মানুষকে উদ্বুদ্ধ করা, সামাজিকভাবে ক্ষুদ্র সমস্যা নিরসন করা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া সাজাতে হবে। এসব কাজে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে।
সভায় বক্তব্য রাখেন- বেসরকারি সংগঠন ইসলামিক এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক আবু তাহের নাসির, জেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক আনম আবদুর রহীম, ফেনী সরকারি কলেজ দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ মীর হোসেন মজুমদার, বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল আজিজ, প্রবীন সাংবাদিক আবু তাহের ভূঞা, আবদুর রহিম, মোহাম্মদ শাহাদাত হোসেন, আরিফ রিজভী, স্বেচ্ছাসেবক ওমর গনি রাসেল, আমিরুল ইসলাম ও মো. ফয়সাল প্রমুখ।
সিজিডি চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।
নাগরিক সংলাপে আরও অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি, ফেনীতে বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১১   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল
দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে: কৃষি উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
কক্সবাজারে শুরু হয়েছে চলতি মৌসুমের লবণ উৎপাদন
দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না
জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার ও সংসদ দেখতে চায় : আমীর খসরু
অন্তর্বর্তী সরকার কোনো ক্ষমতা নয়, আমরা দায়িত্ব গ্রহণ করেছি : উপদেষ্টা ফাওজুল কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ