ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসের শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসের শোভাযাত্রা
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসের শোভাযাত্রা

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে পৌরশহরের গোয়ালচামট পিটিআই গেট থেকে শোভাযাত্রাটি বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হয়।

জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ফরিদপুর জেলা শাখার আয়োজনে শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে ফরিদপুর সদরের তুলাগ্রাম দরবার শরীফের গদিনশীন পীর কুরবান আল চিশতি আল নিজামীর সভাপতিত্বে এবং ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন রনি আল চিশতি, আবুল সরকার, সামাদ আল চিশতী আল নিজামী প্রমুখ। সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অপরদিকে রবিবার দিবাগত রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফে লাখো মানুষ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জমায়েত হন। বাদ মাগরিব নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী পালন করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুরের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পবিত্র দিনটিকে আমরা পালন করার উদ্দেশ্যে হাজার হাজার আশেকান জাকেরান সমাপ্ত হই প্রতিবছর খাজা বাবার এই দরবারে। আল্লাহ রাসূলের জীবন ও তার কর্ম নিয়ে বিশদ আলোচনা করা হয় সমবেত জাগ্রানদের মাঝে। এছাড়াও ওয়াক্তের নামাজের পাশাপাশি দিনরাত নফল ইবাদত বন্দেগী করা হয়।’

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৫১   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় ৩ বাসযাত্রী নিহত
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ