বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নাই- জেলা বিএনপি’র সভাপতি শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নাই- জেলা বিএনপি’র সভাপতি শামীম
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নাই- জেলা বিএনপি’র সভাপতি শামীম

জামালপুর প্রতিনিধি : সংখ্যালঘু বলতে কিছু নাই। বাংলাদেশ সংখ্যালঘুর দেশ নয়। আমরা মুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই। বিকৃত চিন্তা ও সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িকতার সৌহার্দ্য বন্ধে ধর্মীয় উৎসব পালন করতে হবে। আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে জামালপুরে সরিষাবাড়ীতে সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম)।

তিনি আরও বলেন, আপনারা আগামী শারদীয় দূর্গা উৎসবে নির্বিঘ্নে ও নিরাপদে আনন্দ উল্লাস মধ্যে দিয়ে পূজা উদযাপন করবেন। এব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ সর্বাত্মক পাশে থাকবে এবং সহযোগিতা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক শ্রী প্রবীর কুমার পাল (তারক) এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র শ্রী বিকাশ চন্দ্র সাহা (লিটন)এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম)।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রাব্বানী লেকু, শিবেক চৌধুরী, উৎপল সাহা, সুজন গোস্বামী, অলক পাল, সনজিৎ কুমার মিত্র, ভবনন্দ রায়, কালা চান পাল, শংকর লাল রায় ও মহাদেব চন্দ্র সাহা সহ আর অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২২   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
অবৈধ ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশে চুরি-ডাকাতির মেগাপ্রজেক্ট খোলা হয়েছিল : ফয়জুল করীম
সংস্কার কমিশনের কাজ শুরু ১ অক্টোবর, প্রতিবেদন ডিসেম্বরে
বাংলাদেশীদের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতকে সমর্থন দিয়ে যাবে অস্ট্রেলিয়া
মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩
অভিবাসী বিতর্কের কেন্দ্রবিন্দু ওহাইও সফরের অঙ্গীকার ট্রাম্পের
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিল জনতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ