বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নাই- জেলা বিএনপি’র সভাপতি শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নাই- জেলা বিএনপি’র সভাপতি শামীম
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নাই- জেলা বিএনপি’র সভাপতি শামীম

জামালপুর প্রতিনিধি : সংখ্যালঘু বলতে কিছু নাই। বাংলাদেশ সংখ্যালঘুর দেশ নয়। আমরা মুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই। বিকৃত চিন্তা ও সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িকতার সৌহার্দ্য বন্ধে ধর্মীয় উৎসব পালন করতে হবে। আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে জামালপুরে সরিষাবাড়ীতে সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম)।

তিনি আরও বলেন, আপনারা আগামী শারদীয় দূর্গা উৎসবে নির্বিঘ্নে ও নিরাপদে আনন্দ উল্লাস মধ্যে দিয়ে পূজা উদযাপন করবেন। এব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ সর্বাত্মক পাশে থাকবে এবং সহযোগিতা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক শ্রী প্রবীর কুমার পাল (তারক) এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র শ্রী বিকাশ চন্দ্র সাহা (লিটন)এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম)।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রাব্বানী লেকু, শিবেক চৌধুরী, উৎপল সাহা, সুজন গোস্বামী, অলক পাল, সনজিৎ কুমার মিত্র, ভবনন্দ রায়, কালা চান পাল, শংকর লাল রায় ও মহাদেব চন্দ্র সাহা সহ আর অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২২   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স
রাজধানীতে তিন দিনব্যাপি মুদ্রা প্রদর্শনী শুরু
এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
সরকারি স্কুলগুলোতে এখনো অনেক সমস্যা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা
বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে রাশিয়া
১৩৬৬ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই:প্রধান উপদেষ্টা
ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ঘণ্টব্যাপী বৈঠকে সার্ক কার্যকরে আলোচনা
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ