ফরিদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই যুবক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই যুবক
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



ফরিদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভূমিহীন-গৃহহীনদের আবাসন প্রকল্প ‘স্বপ্ননগর’ এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামের স্বপ্ননগর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রামের মফিদুল রহমানের ছেলে হাফিজুর রহমান (২২) এবং গোপালপুর গ্রামের মাহফুজ ফকিরের ছেলে খাইরুল ইসলাম (২৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আসিফ খান, হাফিজুর রহমান ও খাইরুল ইসলামসহ স্থানীয় কয়েক যুবক গোসল করার জন্য স্বপ্ননগর সংলগ্ন মধুমতি নদীতে যাচ্ছিলেন। এ সময় স্বপ্ননগর এলাকায় একটি কফি হাউজে বসে অপরিচিত ৭/৮ যুবক মাদকসেবন করছিলেন। গোসল করতে যাওয়া যুবকদের মধ্যে একজন কফি হাউজে তাদের দেখতে গেলে অপরিচিত ওই যুবকেরা তাকে মারধর করে।

একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে অপরিচিত যুবকদের মধ্য কথা কাটাকাটির সময় একজন কোমর থেকে পিস্তল বের করে স্থানীয়দের লক্ষ্য করে গুলি করলে হাফিজুর রহমানের কপালে ও খাইরুল ইসলামের পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পিস্তল উঁচু করে তাদেরকে ভয় দেখিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা প্রাচ্য ও সামিউল আলম নামে দুই যুবককে সন্দেহ বসত আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত হাফিজুর ও খাইরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী শাকিব খান বলেন, ‘অপরিচিত ওই লোকগুলো আমার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনতাই করার চেষ্টা করে।
পরবর্তীতে আমাকে তারা মারধর শুরু করে। হামলাকারীরা সবাই অপরিচিত। তারা আমাদের এলাকার কেউ না।’

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলভি আহমেদ রেজা জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনা হলে একজনের কপালে ও অপরজনের পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, স্বপ্ননগর এলাকায় দুই যুবককে গুলি করার খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৭   ১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
অবৈধ ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশে চুরি-ডাকাতির মেগাপ্রজেক্ট খোলা হয়েছিল : ফয়জুল করীম
সংস্কার কমিশনের কাজ শুরু ১ অক্টোবর, প্রতিবেদন ডিসেম্বরে
বাংলাদেশীদের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতকে সমর্থন দিয়ে যাবে অস্ট্রেলিয়া
মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩
অভিবাসী বিতর্কের কেন্দ্রবিন্দু ওহাইও সফরের অঙ্গীকার ট্রাম্পের
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিল জনতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ