৯১ বছরে এমন জয় এবারই ‘প্রথম’ ভারতের

প্রথম পাতা » খেলাধুলা » ৯১ বছরে এমন জয় এবারই ‘প্রথম’ ভারতের
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



৯১ বছরে এমন জয় এবারই ‘প্রথম’ ভারতের

চেন্নাই টেস্টের ফলাফল কি হবে সেটা আঁচ করা গিয়েছিল দ্বিতীয় দিনেই। বাংলাদেশ যখন নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট, তখন ভারতের লিড ছিল ২২৭ রানের। সেখান থেকে ভারত চাইলে ফলো-অন করাতে পারত টাইগারদের। কিন্তু, তার বদলে নিজেরাই নেমে পড়ে ব্যাটিংয়ে। লক্ষ্য ছিল, বাংলাদেশকে রানের চাকায় পিষ্ট করা।

হয়েছেও সেটা। ২৮৭ রানে দ্বিতীয় ইনিংসে যখন ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ততক্ষণে স্বাগতিকদের লিড ৫১৪ রান। বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫। চেন্নাই টেস্টে জয় পাওয়া ভারতের জন্য সময়ের ব্যাপার। তবে এই জয়টাও অন্য এক দিক থেকে ভারতের জন্য একেবারেই প্রথম/

চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ২০ টেস্ট আর ৪২ বছর পর অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। টস পর্বে রোহিত শর্মাও বলেছেন, তারও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং।

কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে দাপট দেখালেও ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে পারেনি। টস হেরে আগে ব্যাট করেও জয় পায় ভারত। অথচ এর আগে কখনোই ভারতের মাঠে টসে হেরে আগে ব্যাটিং করে জয় পায়নি টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে হলো সেটাই।

ঘরের মাঠে ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩৩ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল বোম্বাইয়ের জিমখানা স্টেডিয়ামে। এরপর থেকে ৯১ বছরে ভারতে হয়েছে অনেক টেস্ট ম্যাচ। তার মাঝে মোট ১৪১ বার টস জিতেছে ভারতের প্রতিপক্ষ দল। সেই ১৪১ বারের মাঝে কেবল ৯ বার ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক।

সেই ৯ বারের মধ্যে কেবল একবারই ভারত ম্যাচ জিতেছে। সেটা ২০২৪ সালে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের বিপক্ষে। তার আগে ৮ বারের মাঝে ভারত হেরে যায় দুই ম্যাচে। আর ড্র হয় বাকি ৬ ম্যাচে।

ভারতের মাঠে প্রতিপক্ষ ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে এমন নজির প্রথম দেখা যায় ১৯৬৯ সালে কলকাতা টেস্টে। সেই ম্যাচে জয় পেয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। চেন্নাইতে ১৯৮২ সালে সফরকারী ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। সেই ম্যাচ হয়েছে ড্র। ২০০১ সালে মুম্বাই টেস্টে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

আর ২০১৭ সালে কলকাতা টেস্টে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। সেবার ম্যাচ হয় ড্র। ভারতকে তাদের মাঠি প্রতিপক্ষ অধিনায়কের আগে ব্যাট করতে পাঠানোর শেষ নজির ছিল এটিই। আর ২০২৪ সালে এসে শান্ত ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে প্রথম অধিনায়ক হিসেবে পেলেন হারের স্বাদ।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৭   ৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ