জেলায় আজ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী সেমিনার শুরু হয়।
সেমিনারে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সোহেল রানার সঞ্চালনায়
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন- সাংবাদিক আলামিন হোসেন, আব্দুল্লাহ আল বেলাল প্রমুখ।
সেমিনারে বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, বিদেশগামী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪১:০৫ ৪৫ বার পঠিত