কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে এক সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত চারটার দিকে জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এই খবর নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

নিহতের নাম তানজিম ছরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের বিশ্বাস বেতকায়। তিনি বিন্দুবাসিনী ও পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ওই এলাকায় যায়। রাত চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযানের সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তানজিম ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাতরাতার ঘাড়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় বন্দুক, ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আরও তিন জনকে আটক করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের জানান, রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এসময় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে যান তানিজম। এসময় ডাকাদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান।

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তারসাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তার

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের জানান, সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৪০   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
পণ্য সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবেনা: বাণিজ্য উপদেষ্টা
জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল
দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে: কৃষি উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে ৩ মাসে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ৯ শতাংশ, প্রবৃদ্ধি অর্জন ১০.২২ শতাংশ
কক্সবাজারে শুরু হয়েছে চলতি মৌসুমের লবণ উৎপাদন
দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না
জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার ও সংসদ দেখতে চায় : আমীর খসরু
অন্তর্বর্তী সরকার কোনো ক্ষমতা নয়, আমরা দায়িত্ব গ্রহণ করেছি : উপদেষ্টা ফাওজুল কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ