কেন অবহেলিত আরামনগর বাজার মতবিনিময় সভায় শামীম তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন অবহেলিত আরামনগর বাজার মতবিনিময় সভায় শামীম তালুকদার
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



কেন অবহেলিত আরামনগর বাজার মতবিনিময় সভায় শামীম তালুকদার

জামালপুর প্রতিনিধি : আরামনগর বাজার মানেই বিএনপির উদ্দেশ্যিত এলাকা। এমনটিই মনে করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা। তাই কখনোই আরামনগর বাজার উন্নতিকল্পে বরাদ্দ তারা দেননি এবং জনদুর্ভোগ লাঘব করেননি। শুধু উন্নয়নের নামে দুর্নীতি করেছেন। জামালপুরে সরিষাবাড়ীতে আরামনগর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বণিক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এসব মন্তব্য করেন।

তিনি আরো বলেন আরাম নগর বাজার উন্নত হোক এটি অনেকেই চান না। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) রাতে আরামনগর বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বণিক সমিতির আয়োজনে সবজি বাজার প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাম নগর বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম রঞ্জু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম ঝরু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহিন, পৌর মার্কেট এর সভাপতি দেলোয়ার হোসেন ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত সাহা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব সাহা, অধ্যাপক শাহিন মিয়া, জামালপুর জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর এই বাজারে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাজারের রাস্তাঘাট গুলো খুবই বেহাল দশা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। যে টুকু আছে তবুও অপ্রতুল ও অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তাই বাজারটি একটি আধুনিক বাজারে উন্নীত করণের দাবি জানান ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ