ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪



ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ হুসেন (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক মোহাম্মদ হুসেন টেকনাফ উপজেলার ২৬ নম্বর নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদের ছেলে।

৮-এপিবিএন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির জাফর বলেন, ‘শনিবার মধ্যরাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে এগিয়ে গেলে লোকটি পরপর ২টি ফাঁকা গুলি ছোড়ে। পরে খবর পেয়ে এপিবিএনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি ১টি বন্দুক ও ২টি গুলি পাওয়া যায়।’

এপিবিএন কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:৪৯:২৫   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক
ফিরল ৮৫ বাংলাদেশি, মিয়ানমার যাচ্ছেন আশ্রিত ১২৩ জন
টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ পাচারকারী আটক
ভারতে পালানোর সময় সাবেক এমপি বাহারের সহযোগীসহ দুইজন আটক
ফেনীতে বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে : সেনা প্রধান
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত
ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক
কসবায় ভারতে পাচারকালে এক হাজার কেজি ইলিশ জব্দ
নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ ও বন্যাদুর্গতদের সহায়তায় উদ্যোগ নিচ্ছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ