স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
আজ শনিবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলের, ‘আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করতে পারি তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে জরিপের কাজ চলছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ডেঙ্গু নিয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে প্রশাসনিক পর্যায়ে বৈঠক হয়েছে। ডেঙ্গুর দুটি দিক আছে। একটি হচ্ছে প্রতিরোধ আরেকটি চিকিৎসা।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ১৪ জন রোগী বার্ন ইনিস্টিউটে ভর্তি আছেন। বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ৬৭ জনকে বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তার উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সাথে আমাদের কথা হচ্ছে।
তিনি বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিউটে ইতিপূর্বে আন্দোলনে আহতদের দেখতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন এবং দেখে তারা বলেছেন যে আমাদের দেশের চিকিৎসকরা যে চিকিৎসা সেবা দিয়েছেন সেটা যথাযথ হয়েছে। তারা থাকলেও একই চিকিৎসা করতেন। এদের মধ্যে তিনজনের ব্যাপারে বলেছেন, তারা দেশে ফিরে বিশেষজ্ঞদের সাথে কথা বলে মতামত জানাবেন।
নেপাল থেকে তিনজন নামকরা চক্ষু সার্জন দেশে এসেছেন জানিয়ে নূরজাহান বেগম বলেন, এই চিকিৎসকরা ৭০ জনের মতো রোগী আজকে দেখেছেন। এদের মধ্যে তিনজনের চোখের অপারেশন আগামীকাল হবে।
আগামী ৭ তারিখে ফ্রান্স থেকে চিকিৎসক আসবেন জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এরপর যুক্তরাষ্ট্র থেকে চিকিসকরা আসবেন। সবাইকে তো আমরা বিদেশে পাঠাতে পারব না, তাই চেষ্টা করছি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে আহতদের দেশেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। প্রয়োজনে দেশি-বিদেশি চিকিৎসরা মিলে এখানে অপারেশন করবে।
স্বাস্থ্য উপদেষ্টা বার্ন ইনিস্টিউটের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনসহ জাতীয় বার্ন ও প¬াস্টিক সার্জারি ইনিস্টিউটের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:১৯:২১ ৩১ বার পঠিত