হেসেখেলে ৭ ‍উইকেটে জিতল ভারত

প্রথম পাতা » খেলাধুলা » হেসেখেলে ৭ ‍উইকেটে জিতল ভারত
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



হেসেখেলে ৭ ‍উইকেটে জিতল ভারত

বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত ছিল। চার-ছক্কার এই যুগে ১২৮ রানের লক্ষ্য দিয়ে যে প্রতিপক্ষকে আটকানো সম্ভব নয়, তার প্রমাণ আরেকবার পাওয়া গেল গোয়ালিয়রে।

উল্টো সকলের চোখ ছিল ভারত কত ওভারে ম্যাচ শেষ করবে। লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে ১১.৫ ওভারে ম্যাচ শেষ করেছে ভারত।
এতে টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করেছে টেস্ট সিরিজ জয়ী দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকেরা।

পাওয়ার প্লেতেই জয়ের কাজটা সেরে রেখেছিল ভারত। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলে।
এ সময় বাংলাদেশ করেছিল সমান ২ ‍উইকেটে মাত্র ৩৯। প্রথম ওভারে দুই চার মেরে ইনিংসের শুরু করেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ মুক্ত হস্তে রান দিলেও বাংলাদেশ প্রথম সাফল্য পায়। ৭ বলে ১৬ রানের ইনিংস খেলে অভিষেক শর্মা রান আউট হলে।
যার ১৫ রানই তাসকিনের করা ওভারটি থেকে নেন বাঁহাতি ওপেনার।

অভিষেক আউট হলেও রানের চাকা বন্ধ হয়নি ভারতের। তিনে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়কের ৩ ছক্কা ও ২ চারের ইনিংসের সুর টেনে নিয়ে যান অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ও হার্দিক পান্ডিয়া।

চতুর্থ উইকেটে ৫২ রানের অপরাজিত জুটি গড়ে ভারতকে জয় এনে দেন নিতিশ-পান্ডিয়া।
টানা তিন বলে দুই চার ও ছক্কা মেরে জয় নিশ্চিত করা পান্ডিয়া খেলেন ২৪৩.৭৫ স্ট্রাইকরেটে ৩৯ রানের ইনিংস। ৫ চার ও ২ ছক্কায় বিধ্বংসী ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে অভিষেক ইনিংসে ১৬ রান করে অপরাজিত থাকেন নিতিশ। দুজন জয় নিয়ে মাঠ ছাড়ার আগে অবশ্য ২৯ রানের একটি ইনিংস খেলেন আরেক ওপেনার স্যামসন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৯ অক্টোবর দিল্লিতে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৩   ৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ