রবিবার, ৬ অক্টোবর ২০২৪

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’

ফিফার ফুটবল বিশ্বকাপে ২০০২ সালে পঞ্চম শিরোপা জিতেছিল ব্রাজিল। ষষ্ঠ শিরোপার জন্য গত ২২ বছর ধরে অপেক্ষা চলমান থাকলেও এখন পর্যন্ত সেটির ধারেকাছে জেতে পারছে না সেলেসাওরা। তবে ফুটবল দলের আগে হেক্সা মিশন পূর্ণ করল ফুটসাল দল। ফিফার ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ানরা।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে রোববার (৬ অক্টোবর) আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

৪০ মিনিটের ম্যাচে ষষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফেররাও। ১৩ মিনিটে রাফা সান্তোস লিড দ্বিগুণ করেন। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও তেমন প্রতিরোধ গড়তে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষের কিছুক্ষণ আগে রোসা দলের হয়ে একটি গোল পরিশোধ করলেও সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপার উল্লাসে মাতে ব্রাজিল।

এবারের আসরে কোনো ম্যাচই হারেনি ব্রাজিল। ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে হারায় দলটি। দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে পরাজিত করে তারা। তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় ব্রাজিল।

শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে হারায় তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে আর সেমিফাইনালে ইউক্রেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ব্রাজিল।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৩   ৩৬ বার পঠিত