এটা আপনাদের দেশ, কখনও বিপন্ন বোধ করবেন না: হিন্দুদের প্রতি আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » এটা আপনাদের দেশ, কখনও বিপন্ন বোধ করবেন না: হিন্দুদের প্রতি আসিফ নজরুল
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪



এটা আপনাদের দেশ, কখনও বিপন্ন বোধ করবেন না: হিন্দুদের প্রতি আসিফ নজরুল

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন,
আপনারা কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, স্বাধীন বিচার বুদ্ধি নিয়ে চলবেন।
আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আমরা সরকারে আসার পর মনে হয়েছে যে, যথেষ্ট হয়েছে। আপনারা এই বাংলাদেশের সবার মতো করে ফিল করবেন, এটা আপনার দেশে। কখনো বিপন্ন বা অসহায় বোধ করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমর্থেন যতটুকু করার করব।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতা যে আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়েছেন, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বাংলাদেশের অনেক স্বপ্ন আছে। তার মধ্যে অন্যতম হলো, আমরা এই দেশের সকল ধর্মের সকল মতের মানুষ একসঙ্গে বসবাস করবো। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আপনারা সংখ্যালঘু না। এই শব্দটা শুনলে মনে হয় আপনাদের কম অধিকার বা কম মর্যাদা আছে। আপনারা সবাই বাংলাদেশের মালিক। আপনাদের সমান অধিকার সমান মর্যাদা।

তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হিন্দু, মুসলমান বা খ্রিস্টান হিসেবে পৃথক করা হয় নাই। আমরা সবাই আন্দোলনে অংশ নিয়েছি, বিপন্ন বোধ করেছি, জীবন হারিয়েছি, আহত হয়েছি। যখন বিপদ আসে তখন ধর্ম পরিচয় ভেদে আসে না। আমাদের যখন কোভিড হয়েছিল তখন কি শুধু খ্রিস্টান বা হিন্দুর হয়েছিল? আমরা সমস্ত উল্লাসে আনন্দ বেদনা একইভাবে উপভোগ করি। কাজেই উৎসব করার অধিকার বা ধর্ম করার অধিকার একইভাবে একশো পার্সেন্ট সমান থাকবে। কারও বেশি বা কম নয়।

আইন উপদেষ্টা বলেন, সব জায়গায়, মুসলমান ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ ও হিন্দু ধর্মের মানুষ সবাই একসঙ্গে পূজামণ্ডপগুলো রক্ষার চেষ্টা করছে।
তারপরও দেখবেন কিছু কিছু ঘটনা ঘটবে। আপনারা কখনো রাজনৈতিক ও সাম্প্রদায়িক ঘটনাগুলোকে এক করে ফেলবেন না। অনেক আক্রমণের ঘটনা ঘটে যেটা রাজনৈতিক ঘটনা। কোনোটা ব্যক্তিগত শত্রুতামূলক, কোনটা দুটো দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা ঘটে। আবার কিছু কিছু ঘটনা আছে সম্পূর্ণ সাম্প্রদায়িক। সেটা আইডেন্টিফাই করে যখন বলবেন তখন মানুষ বিভ্রান্ত হবেন না। মানুষ তখন সহানুভুতিশীল হবে।

সত্য নারায়ণ সারদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট কল্যাণ সাহা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান প্রমুখ।

এর আগে ড. আসিফ নজরুল শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়ি পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব “অটিজম দিবস-২০২৫”
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন
ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার একজন
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ